নগরীর শুলকবহর সূচয়ন বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে গতকাল মঙ্গলবার জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, নাটিকা ও উপস্থিত বক্তৃতা।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুধাংশু বিকাশ রায়, মাহমুদ রেজা সুজা, নেজামউদ্দৌলা, সহকারি শিক্ষিকা বিউটি আইচ, লুখফুন্নাহার লতা, তানজিনা আক্তার, শিরিন আক্তার, তাবাসুম সুলতানা রাইসা, জয়া বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










