পটিয়ায় শারদীয় দুর্গাপুজায় মহানবমীতে উপজেলার দক্ষিণ ভূর্ষি, কোলাগাঁও, হাইদগাঁও, কচুয়াই ও কেলিশহর ইউনিয়নের বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শন করেছেন হুইপ সামশুল হক চৌধুরী। পরিদর্শনকালে তিনি পুজা কমিটির হাতে নগদ অর্থ অনুদান প্রদান করেন। এ সময় তিনি বলেন, অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তি প্রতিষ্ঠায় শারদীয় দুর্গোৎসবের মূল উদ্দেশ্য। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, বিজন চক্রবর্তী, দক্ষিণ ভূর্ষি চেয়ারম্যান মুহাম্মদ সেলিম, সরওয়ার হায়দার, কচুয়াই চেয়ারম্যান এস এম ইনজামুল হক জসিম, কেলিশিহর চেয়ারম্যান সরোজ সেন নান্টু, হুইপের সহকারী সচিব হাবিবুল হক চৌধুরী, মুজিবুল হক চৌধুরী নবাব, জিতেন কান্তি গুহ, নুরুল ইসলাম, মাহফুজুল হক হাফেজ, বিএম জসিম, আবু জাফর, বদিউল আলম তুষার, মাহবুবুল হক চৌধুরী, মিহির চক্রবর্তী, জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম জুলু, রনজিত সেন, হাসান উল্লাহ চৌধুরী, ইমরান উদ্দিন বশির, ঋষি বিশ্বাস, মাস্টার শ্যামল দে, বিশ্বজিৎ দাশ, প্রণব দাশ, রনজিত সেন লিও, টিটু দে, রেখা দাশ মেম্বার, জুনু মেম্বার, ফয়সাল, আবদুল কাদের, নুরুল হক, আহমদ নুর সাগর মেম্বার, রনধীর চক্রবর্তী, যাদব সর্দ্দার, নাজমুল সাকের প্রমুখ।