শুভ মহালয়া আজ, শুরু হচ্ছে দেবীপক্ষ

| রবিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:১৩ পূর্বাহ্ণ

বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্য লগ্ন শুভ মহালয়া আজ। আজ থেকেই শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনা শুরু হচ্ছে। ভোরের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে পিতৃপক্ষ শেষে শুরু হবে দেবীপক্ষ। চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্ত্যে দেবী দুর্গাকে জানানো হবে আহ্বান। মহালয়া উপলক্ষে বিভিন্ন মন্দির ও পূজা কমিটি মাঙ্গলিক কর্মসূচি গ্রহণ করেছে। এ বছর দেবী দুর্গা আসছেন গজে (হাতি) চড়ে। শাস্ত্রমতে, দেবীর গজে আসা শান্তি ও সমৃদ্ধি নির্দেশ করে। দেবী কৈলাসে ফিরে যাবেন দোলায় (পালকি) চড়ে। এটা মহামারী বা মড়কের ইঙ্গিত দেয়।

মহালয়া উপলক্ষে চণ্ডীপাঠ ছাড়াও বিভিন্ন মন্দির ও মণ্ডপে মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা অনুষ্ঠিত হবে। মূলত মহালয়া মানেই দুর্গাপূজার দিন গণনা শুরু হয়ে যাওয়া।পুরাণে আছেদুর্গোৎসবের তিনটি পর্বমহালয়া, বোধন আর সন্ধিপূজা। আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হবে।

জেএম সেন হলে কর্মসূচি : মহালয়া উপলক্ষে নগরীর জেএম সেন হল প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আজ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৮ টায় পরিষদ কার্যালয়ে মহামায়ার পূজা, বেলা ১২টায় অঞ্জলি, বিকেল ৩ টায় চণ্ডীপাঠ, পাঠ করবেনশুভাশিষ আচার্য্য। বিকেল ৪ টায় জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। বিকেল ৫ টায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত ৯ টায় ‘মহামায়ার আগমনী’ পরিবেশনায়ডমরু ব্যান্ড।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় কোদালের আঘাতে ব্যবসায়ীকে হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধএইচ-১বি ভিসায় বছরে ১ লাখ ডলার ফি বসালেন ট্রাম্প