হিন্দু ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী আজ। হিন্দু সমপ্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন করবেন।
দ্বাপর যুগের শেষ দিকে মহাপুণ্য তিথিতে মথুরা নগরীতে অত্যাচারী রাজা কংসের কারাগারে বন্দী দেবকী ও বাসুদেবের বেদনাহত ক্রোড়ে জন্ম নিয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। হিন্দু পুরান মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। হিন্দু ধর্মালম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।
এ উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। জন্মাষ্টমী উপলক্ষে আজ সরকারি ছুটি। বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে সমপ্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে হিন্দু সমপ্রদায়ের প্রতি জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন। দেশের অন্যান্য স্থানের মতো চট্টগ্রামেও জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ :
কেন্দ্রীয় জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কমিটি আয়োজিত জন্মাষ্টমী উৎসব পাঁচদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যদিয়ে ঐতিহাসিক জেএম সেন হলে আজ থেকে শুরু হবে। আজ বিকাল ৪টায় জেএম সেন হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখবেন। সন্ধ্যা ৬টায় ধর্মসম্মেলনে উদ্বোধক থাকবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করবেন চট্টগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের সম্পাদক শক্তিনাথানন্দজী মহারাজ। আগামীকাল শুক্রবার সকাল ৮টায় বের করা হবে ঐতিহাসিক মহাশোভাযাত্রা। শোভাযাত্রা উদ্বোধন করবেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। দুপুর ১টায় মাতৃসম্মেলনে প্রধান অতিথি থাকবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। সন্ধ্যা ৭টায় ধর্মমহাসম্মেলনে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করবেন ঋষিধাম ও তুলসীধামের মোহন্ত সুদর্শনানন্দ পুরী মহারাজ। উদ্বোধক থাকবেন কৈবল্যধামের মোহন্ত মহারাজ কালীপদ ভট্টাচার্য্য। আশীর্বাদক থাকবেন পাঁচুরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ স্বামী রবিশ্বরানন্দ পুরী মহারাজ। প্রধান অতিথি থাকবেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশী। মহান অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। রাত ১২টায় জন্মাষ্টমী পূজা। ২০ ও ২১ আগস্ট অহোরাত্র ষোড়শপ্রহরব্যাপী মহানামযজ্ঞ। প্রতিদিন দুপুরে ও রাতে রয়েছে মহাপ্রসাদ বিতরণ। ২২ আগস্ট ব্রাহ্মমুহূর্তে মহানামযজ্ঞের পূর্ণাহুতি। অনুষ্ঠানে জাতি-ধর্ম নির্বিশেষে সকলের উপস্থিতি কামনা করেছেন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শিল্পপতি সুকুমার চৌধুরী ও সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন।
রাধাগৌবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দির :
পাথরঘাটাস্থ রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরের উদ্যোগে শ্যামল সাধু মোহন্ত মহারাজের পৌরহিত্যে জন্মাষ্টমী উৎসবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে আগামীকাল শুক্রবার ঊষালগ্নে মঙ্গলারতি, দেশ ও জাতির শান্তি কামনায় সমবেত প্রার্থনা, সকাল ৯ টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, ভোগ নিবেদন এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ। ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব ও বণার্ঢ্য শোভাযাত্রা নিয়ে প্রস্তুতি সভা গত ১৬ আগস্ট অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন, শ্রীল শ্যামানন্দ দাস (শ্যামল সাধু) মোহন্ত মহারাজ, বৈষ্ণব বাবুল দে, বলরাম দাস, নিবেদন দাস, রাহুল দাস, সীতা নাথ, সুমন বিশ্বাস, ডা. রতন ভৌমিক, প্রকৌশলী অমিত ধর, রাসেল দাশ, অ্যাডভোকেট সুদীপ্ত বিশ্বাস, দেবব্রত নাথ, জয়দেব দাশ, শ্রীঠাকুর দাস প্রমূখ।
হাবিলাসদ্বীপ গৌর গোবিন্দ আশ্রম :
পটিয়ার হাবিলাসদ্বীপ গৌর গোবিন্দ আশ্রমে আগামীকাল শুক্রবার ও ২০ আগস্ট জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ব্যাপক কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হবে। কর্মসূচিতে রয়েছে শুক্রবার ভোরে মঙ্গল আরতি, বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, নামহট্ট সংঘের পরিবেশনায় গীতা পাঠ ও ভজন কীর্র্ত্তন, দূপুরে রাজভোগ, বিকালে ধর্মীয় সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান, পুরস্কার বিতরণ, ভাগবতীয় রসামৃত পাঠ, আরতি, সন্ধ্যায় অভিষেক, বাসুদেব দত্তের পরিবেশনায় হরিনাম সংকীর্ত্তন, প্রসাদ বিতরণ ও রাতে জন্মাষ্টমী পূজা। শনিবার মঙ্গল আরতি, দুপুরে রাজভোগ, নন্দ উৎসব ও মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যায় বিশেষ আরতি ও পরে ভোগ নিবেদন।