শুভ এবার প্রযোজক

| শুক্রবার , ২৮ মে, ২০২১ at ৭:০৮ পূর্বাহ্ণ

গত মাসের শেষে ফেসবুকে ‘নূর’ শিরোনামে একটি সিনেমার ঘোষণা দেন অভিনেতা আরিফিন শুভ। আগামী মাসে শুরু হতে যাচ্ছে ছবিটির শুটিং। এ ছবিটির মাধ্যমে প্রযোজকের খাতায় নাম লেখাতে যাচ্ছেন ঢাকাই সিনেমার এ তারকা।
এ সম্পর্কে আরিফিন শুভ বলেন, আগে শুধু অভিনয় নিয়েই ভাবতাম। প্রথমবারের মতো সিনেমাটির নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করছি। এখন পুরো শুটিং কখন, কোথায় ও কীভাবে হবে সেগুলোর পরিকল্পনা করছি। চিত্রনাট্য থেকে শুরু করে টেকনিক্যাল টিম সবার সঙ্গেই প্রতিদিন মিটিং করছি। নূর পরিচালনা করবেন রায়হান রাফি। ছবিটির নাম ভূমিকায় অভিনয় করবেন আরিফিন শুভ। তিনি বলেন,সিনেমাটি প্রেমের গল্প।
আমি যে নূর চরিত্রে অভিনয় করছি এমন চরিত্রে দর্শকরা আমাকে আগে কখনো দেখেনি। গত মাসে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘বঙ্গবন্ধু’র ভারতীয় অংশের শুটিং শেষ করেছেন আরিফিন শুভ।
আগস্টের শেষে বা সেপ্টেম্বরে সিনেমাটির বাংলাদেশ অংশের শুটিং শুরু হবে।

পূর্ববর্তী নিবন্ধপিট-জোলির যৌথ দায়িত্বে সন্তানরা
পরবর্তী নিবন্ধইন্সটাগ্রামে ‘হাইড লাইক’ ফিচার