আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনে অংশগ্রহণ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে অবশেষে একজন প্রার্থী ঘোষণা করেছে আদালত পাড়ায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে পরিচিত স্বতন্ত্র প্যানেল সমমনা আইনজীবী সংসদ। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, এবার নির্বাচনে পূর্ণ প্যানেলে প্রার্থী দেয়ার সম্ভাবনা তাদের নেই। তবে নির্বাচনী তফসিল ঘোষণার আগে পরিস্থিতি বুঝে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদে প্রার্থী ঘোষণা দেয়া হতে পারে।
সমমনা আইনজীবী সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান ফারুখ গত বৃহস্পতিবার আজাদীকে বলেন, আপাতত সংগঠনটির পক্ষ থেকে অ্যাডভোকেট তৌহিদুল মনির চৌধুরীকে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে। তিনি জানান, নির্বাচনী তফসিল ঘোষণার আগেই পূর্ণাঙ্গ প্যানেলে প্রার্থী না দিলেও গুরুত্বপূর্ণ কয়েকটি পদে আরও কয়েকজন প্রার্থী দেয়ার চিন্তা রয়েছে। তিনি বলেন, কোভিড পরিস্থিতি নিয়ে সামনে নির্বাচন হবে কি হবে না; আবার নির্বাচন হলে অংশগ্রহণ করব কি করব না- তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। তবে পূর্বের মতো আইনজীবী ও বিচারপ্রার্থীদের কল্যাণের কথা চিন্তা করে এবার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হয়েছে। জানা গেছে, বুধবার এক বৈঠকে একজন প্রার্থী ঘোষণার মাধ্যমে এবার নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান সমমনা আইনজীবী সংসদ। আইনজীবী সমিতির সূত্র জানায়, আগামী ১০ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন ঘিরে গত নভেম্বরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং বিএনপি ও জোট সমর্থিত আইনজীবী ঐক্য ফোরাম ঊনিশটি পদে পূর্ণ প্যানেলে প্রার্থী ঘোষণা করেছে।