শুধু দানবীর নন, অদুদ চৌধুরী ছিলেন একজন আধ্যাত্মিক সাধক

স্মরণসভায় গিয়াস কাদের চৌধুরী

রাউজান প্রতিনিধি | রবিবার , ২৮ ডিসেম্বর, ২০২৫ at ৬:১৭ পূর্বাহ্ণ

চট্টলার দানবীর খ্যাত বিভিন্ন উপজেলায় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব সৈয়দ আবদুল অদুদ চৌধুরী আল কাদেরী শুধু একজন দানবীর ছিলেন না, তিনি ছিলেন আধ্যত্মিক কামেল পুরুষ। তার জীবনের অর্জিত সকল সম্পদ দান করে গেছেন মানব কল্যাণে। নিজের সম্পত্তির উপর রাস্তাঘাট তৈরী করে রাউজানফটিকছড়ির যোগাযোগ ব্যবস্থা সহজ করে দিয়ে গেছেন।

অদুদ চৌধুরীর ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৬ ও ২৭ ডিসেম্বর দুই দিনব্যাপী আয়োজিত ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়। গতকাল শানিবার আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে রাউজান নির্বাচনী আসনে ধানের শীষের নির্বাচনী প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এই অভিমত ব্যক্ত করেন।

নোয়াজিশপুর ফতেহনগর অদুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সমাজ সেবক নুরুচ্ছাফা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নুরুল হুদা। দিদারুল আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেলিম উদ্দিন, এস এম জাহেদুল আলম, দিদারুল আলম ওয়াহেদীসহ উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধআনজুমান ট্রাস্টের ব্যবস্থাপনায় ওরসে খাজা গরীব নেওয়াজ উদযাপন
পরবর্তী নিবন্ধস্বতন্ত্র হয়ে নির্বাচন করার ঘোষণা লতিফ সিদ্দিকীর