শুধু ‘টেলিটক সিম’ কেনার সুযোগ পাবেন রোহিঙ্গারা

| বৃহস্পতিবার , ২৭ এপ্রিল, ২০২৩ at ১০:৩৮ পূর্বাহ্ণ

শিবিরে বসবাসরত রোহিঙ্গাদের বৈধভাবে বাংলাদেশি মোবাইল ফোন নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ তৈরি হচ্ছে; তবে তারা শুধু টেলিটকের সেবা পাবেন। মাদকসহ অপরাধ নিয়ন্ত্রণ রোধে কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে থাকা মিয়ানমারের বাস্তুচ্যুত এসব নাগরিকদের কাছে টেলিটকের সিম বিক্রির সিদ্ধান্তের সুপারিশ করেছে এ সংক্রান্ত একটি কমিটি। ইউএনএইচসিআর এর দেওয়া পরিচয়পত্রের বিপরীতে একটি রোহিঙ্গা পরিবারের সদস্যদের কাছে শুধু একটি মোবাইল সিম বিক্রির কথা বলেছে কমিটি। খবর বিডিনিউজের।

তবে প্রাথমিকভাবে এমন সিদ্ধান্তের সুপারিশ করা হলেও তা চূড়ান্তের পর বাস্তবায়নে আরও সময় লাগবে বলে মনে করছেন ওই কমিটির সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু হেনা মোস্তাফা জামান। নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের কাছে বাংলাদেশি সিম বিক্রি নিষিদ্ধ হলেও তাদের অনেকে অবৈধভাবে বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের সিম সংগ্রহ করে এ দেশের মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করছে। পাশাপাশি সীমান্তবর্তী শিবিরগুলোতে মিয়ানমারের নেটওয়ার্ক থাকায় অনেক চক্র মোবাইল ফোনে ওপারেও যোগাযোগ রেখে মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালাচ্ছে। এমন প্রেক্ষাপটে রোহিঙ্গা শিবিরে ‘মোবাইল ফোনের সিম বিক্রি সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটি’র প্রথম সভায় শুধু টেলিটকের সিম বিক্রি করার বিষয়ে সুপারিশ করার সিদ্ধান্ত হয় বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা। প্রায় এক মাস আগে গত ২৮ মার্চের সভায় এ সিদ্ধান্ত হলেও এখনও কোনো অগ্রগতি হয়নি বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসুদান থেকে বাংলাদেশিদের ফেরাতে খোঁজা হচ্ছে নিরাপদ রুট
পরবর্তী নিবন্ধমোহরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিজিএমইএর প্রথম সহ-সভাপতি