গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় প্রবর্তিত জাতীয় শুদ্ধাচার পুরস্কারে এ বছর পুরস্কৃত হয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রধান নগর পরিকল্পনাবিদ মো. শাহীনুল ইসলাম খান এবং স্কেলেটর অপারেটর মো. হাসান। গতকাল বুধবার বিকেলে সিডিএ চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ বোর্ড সদস্য এবং কর্মকর্তা/কর্মচারীদের উপস্থিতিতে এ পুরস্কার তুলে দেন। এ পুরস্কারে একটি সার্টিফিকেট এবং একমাসের মূল বেতনের সমপরিমাণ অর্থের চেক প্রদান করা হয়। সিডিএ চেয়ারম্যান তার বক্তব্যে শুদ্ধাচারের ব্যখ্যায় সেবাপ্রদানকারী সংস্থা হিসেবে আগত জনসাধারণ যাতে যথাযথ সেবা পায় তার বিষয়ে সকল কর্মকর্তা/কর্মচারীকে তৎপর থাকার নির্দেশ প্রদান করেন।
সিডিএ সচিব মুহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে এবং প্রকৌশলী মো. মোস্তফা জামালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোর্ড সদস্য রুমানা নাসরিন এবং পুরস্কারে ভূষিত কর্মকর্তা প্রধান নগর পরিকল্পনাবিদ মো. শাহীনুল ইসলাম খান। প্রেস বিজ্ঞপ্তি।