শুটিংয়ে ফিরলেন বাপ্পী

| বুধবার , ১৭ আগস্ট, ২০২২ at ৬:৩২ পূর্বাহ্ণ

চলতি বছরের মার্চে অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমা ‘শত্রু’র কাজ শুরু করেছিলেন জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী। ছবিটি পরিচালনায় রয়েছেন সুমন ধর। আর এতে বাপ্পীর বিপরীতে নায়িকা হিসেবে আছেন জাহারা মিতু। টানা শুটিংয়ের পর ছবিটির কাজ মাঝে বন্ধ ছিল। এবার ফের ‘শত্রু’র শুটিংয়ে ফিরেছেন বাপ্পী। গত দু’দিন ধরেই ছবিটির শুটিং করছেন তিনি। ছবিটিতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে তাকে। এ চরিত্রটি করতে গিয়ে একেবারেই নতুন লুকে হাজির হচ্ছেন নায়ক। এ বিষয়ে বাপ্পী চৌধুরী মানবজমিনকে বলেন, পুলিশের চরিত্রে কাজ করার ইচ্ছে অনেক আগের। এবার এ ছবিটির মাধ্যমে তা পূরণ হচ্ছে।
নতুন লুকও নিয়েছি। ছবিটির গল্পও অসাধারণ। আমি চেষ্টা করছি নিজের শতভাগ দিয়ে কাজটি শেষ করতে। গত দু’দিন ধরেই এর শুটিং করছি। আমার বিশ্বাস দর্শক ভালো একটি ছবি পেতে যাচ্ছেন এর মধ্য দিয়ে। এদিকে বাপ্পীর ‘জয় বাংলা’, ‘কুস্তিগিরি’, ‘যন্ত্রণা’সহ বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। সর্বশেষ ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিটি মুক্তি পেয়েছিল তার।

পূর্ববর্তী নিবন্ধমানবতার কল্যাণে রেড ক্রিসেন্টের ভূমিকা অনন্য : মেয়র
পরবর্তী নিবন্ধপাঁচ দিনে আমির-কারিনা জুটির আয় ৯৫ কোটি রুপি!