শীলকূপে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে স্বামীর আত্মসমর্পণ

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ৭ জুলাই, ২০২১ at ৬:৩৩ পূর্বাহ্ণ

বাঁশখালীর শীলকূপে আবদুল জব্বার জসিম (৪৫) নামে এক ব্যক্তি তার স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫টার দিকে ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, গণ্ডামারা ইউনিয়নের বড়ঘোনা এলাকার মোক্তার আহমদের পুত্র আবদুল জব্বার জসিম। স্ত্রী ইয়াসমিন আক্তার (৩৫) ও পুত্রকে নিয়ে মাইজ পাড়ায় থাকেন তিনি। গতকাল বিকাল ৫টার দিকে পারিবারিক বিষয় নিয়ে কলহের জের ধরে স্ত্রী ইয়াসমিনকে দা দিয়ে কুপিয়ে জখম করেন তিনি। ছেলে আমান উল্লাহসহ স্থানীয়রা ইয়াসমিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পরে দা’সহ প্রথমে বাঁশখালী ইউএনও সাইদুজ্জামান চৌধুরীর কাছে গিয়ে আত্মসমর্পণ করে জসিম। ইউএনও জসিমকে পুলিশের হাতে তুলে দেন। এদিকে ইয়াসমিনকে বাঁশখালী হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
আহতের ছেলে আমান উল্লাহ বলেন, আমার পিতা কয়েকদিন ধরে অসুস্থ ও মানসিকভাবে খারাপ অবস্থায় ছিল। গতকাল বিকালে তিনি হঠাৎ আমার মাকে কুপিয়ে জখম করেন। আমরা ৩ ভাই, ১ বোন। আমি রাজমিস্ত্রীর কাজ করি। খবর পেয়ে মাকে হাসপাতালে নিয়ে যাই।
বাঁশখালী থানার ওসি মোহাম্মদ সফিউল কবীর বলেন, আবদুল জব্বার জসিমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ নারী আটক
পরবর্তী নিবন্ধচায়ের দোকানে আড্ডা, রাস্তাঘাটে ঘোরাঘুরি