শীর্ণদেহী লড়াকু

সৈয়দা ফৌজিয়া লুবনা | বুধবার , ১৬ আগস্ট, ২০২৩ at ৬:৪১ পূর্বাহ্ণ

মেঘেদের ভাঁজে ভাঁজে রোদের নাচন

বৃষ্টিদের আজ তাই ছুটি

ব্যাঙের বেজার মন নেই লাফালাফি

জলের অভাবে মাঠ ফেটে কুটি কুটি

কৃষকের হাহাকার জল চাই জল

কৃষাণি পেতেছে তার শাড়ির আঁচল।

সহসা ঈশানে জমে ঘন কালো মেঘ

ক্ষণে ক্ষণে বেড়ে যায় বাতাসের বেগ

বিজলির ঝলকানি আর বজ্রের গর্জন

অঝোর ধারায় নামে তুমুল বর্ষণ।

মাঠঘাট থৈথৈ উঠোনেও হাঁটুজল

গুলতির ঘায়ে বিদীর্ণ আকাশের তল।

বানের তান্ডব আর খরার উনুনে

নিয়তই ডেকে আনে ব্যাঘাত জীবনে

তবু্‌ও ভাসায় ভেলা বাঁচার আশায়

হোক না হতদরিদ্র দেহ শীর্ণকায়।

পূর্ববর্তী নিবন্ধনম্বরের ভিত্তিতে ভর্তির সুযোগ দেয়া হোক
পরবর্তী নিবন্ধশেষ বর্ষার আর্তনাদ