শীতের দিনে

শৈলী বড়ুয়া | বুধবার , ১৪ জানুয়ারি, ২০২৬ at ৭:৩৬ পূর্বাহ্ণ

(৩২,২০৪)

শীত এসেছে শীত এসেছে

বইছে শীতল হাওয়া

শীতের ভয়ে বাইরে কোথাও

হয় না আমার যাওয়া।

শীতের পিঠা খেতে মজা

খেজুরের রস দিয়ে

মামার বাড়ি যাবো আমি

মা বাবাকে নিয়ে।

পূর্ববর্তী নিবন্ধটুপটাপ কুয়াশা
পরবর্তী নিবন্ধবনের ডাক্তার হাতি