গত কয়েক বছর ধরে শীত মৌসুমে চট্টগ্রামের বাসাবাড়িতে গ্যাস সংকট দেখা দিচ্ছে। এবারও শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে নগরীর বেশ কিছু এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত গ্যাসের চাপ একেবারেই থাকছে না। এই দুর্ভোগ থেকে বাঁচতে বিভিন্ন এলাকার বাসিন্দাদের গ্যাস সংকটের কারণে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে। বাসাবাড়িতে গ্যাস সংকটের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে।
বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এক দশকের বেশি সময় ধরে তারা গ্যাস সংকটের সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে প্রতি বছর নভেম্বর থেকে ফেব্রুয়ারি– এই চার মাস গ্যাসের চাপ কমে যায়। স্থানীয়রা জানান, গত প্রায় এক মাস ধরে নগরের লাভ লেইন, মোমিন রোড, ঝাউতলা, বাকলিয়া ডিসি রোড, মিয়াখান নগর, ইসহাকের পোল, চকবাজার, আসকার দীঘির পাড়, জামাল খান, দেওয়ানজি পুকুর পাড়, দেওয়ান বাজার, হেমসেন লেনসহ বিভিন্ন এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত গ্যাসের চাপ একেবারেই কমে যাচ্ছে।
বাকলিয়া ডিসি রোড এলাকার বাসিন্দা মো. সোহেল জানান, আমাদের এলাকায় ডিসি রোড, বাকলিয়া, মিয়াখান নগর ও ইসহাকের পোলসহ আশপাশের এলাকায় প্রায় ১ মাস ধরে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায়ই গ্যাস থাকে না। লাভ লেইন এলাকার বাসিন্দা নোবেল সিকদার তাপস জানান, এই এলাকায় প্রায় ১ মাস ধরে সকাল থেকে দুপুর দেড়টা–দুইটা পর্যন্ত গ্যাসের চাপ একেবারেই থাকে না। দুইটার পর গ্যাস স্বাভাবিক থাকে। গ্যাস সংকটের কারণে রান্না করতে সমস্যা হচ্ছে।
কেজিডিসিএল সূত্র জানায়, বন্দর নগরীর দৈনিক চাহিদার বিপরীতে প্রতিদিন প্রায় ৩০ থেকে ৪০ মিলিয়ন মেট্রিক স্ট্যান্ডার্ড ঘনফুট (এমএমসিএফ) গ্যাস কম পাওয়া যাচ্ছে। এ কারণে এই সংকট। এছাড়াও তীব্র শীতে গ্যাসের চাপ এমনিতেই একটু কমে যায়।












