শীতের তীব্রতা আরো দুইদিন

আজাদী প্রতিবেদন | রবিবার , ৮ জানুয়ারি, ২০২৩ at ৭:৫০ পূর্বাহ্ণ

ভোরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতিতে দুপুরের পরেও দেখা মেলে না সূর্যের। হিমশীতল বাতাসে শীতের অনূভূতিও হচ্ছে দ্বিগুণ। তারপরেও থেমে থাকার সুযোগ নেই কর্মব্যস্ত মানুষের। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হচ্ছে খেটে খাওয়া নিম্ন আয়ের ও ভাসমান মানুষদের। অনেকের নেই শীতের কাপড়। গত তিনচারদিন ধরে নগরীর নিয়মিত চিত্র এটি। তবে আবহাওয়া অধিপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এ অবস্থা চলবে আরো অন্তত দুইদিন।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শেখ হারুনুর রশিদ জানান, গতকাল শনিবার চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি

সেলসিয়াস। আগামীকাল (আজ) একই ধরণের আবহাওয়া থাকতে পারে। এমনকি এ অবস্থা চলতে পারে আরো দুইদিন।

সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা আংশিক বাড়তে পারে। তাপমাত্রা কমে যাওয়ায় মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি থাকতে পারে। গতকাল থেকে ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সাতক্ষীরা ও বরিশাল জেলাসহ রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

পূর্ববর্তী নিবন্ধএক্সবিবি.১.৫ উপধরন নিয়ে যা জানা গেছে
পরবর্তী নিবন্ধঅভিযান চলে, অবস্থার উন্নতি হয় না