শীতার্তদের সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান

বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ

| সোমবার , ১৬ জানুয়ারি, ২০২৩ at ৯:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্টোপলিন পুলিশের (সিএমপি) উদ্যোগে নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটাস্থ বান্ডেল রোডের হরিজন সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র তুলে দেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার এমএ মাসুদ, উপপুলিশ কমিশনার (ট্রাফিকদক্ষিণ) এন.এম নাসিরুদ্দিন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর জহর লাল হাজারী, কাউন্সিলর রুমকি সেনগুপ্ত ও পুলিশের বিভিন্ন স্তরের পদস্থ কর্মকর্তাগণ।

শীতবস্ত্র বিতরণকালে সিএমপি কমিশনার বলেন, প্রচন্ড শীতে অসহায়, দুঃস্থ ও খেটে খাওয়া মানুষের কষ্টের শেষ নেই। তিনি শীতার্তদের সাহায্যে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।

শুলকবহর ওয়ার্ড : গত শনিবার ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলমের উদ্যোগে ওয়ার্ডের সূচয়ন বিদ্যাপীঠ বিদ্যালয় সংলগ্ন একটি মাঠে সহস্রাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী, সমাজসেবক জসিমুল আনোয়ার খান, আওয়ামী লীগ নেতা শাহজাহান সুফী, এস.এম হাশেম, নাজমুল আহসান, শুলকবহরবাদুরতলা ইউনিট আওয়ামী লীগের সভাপতি আকতার ফারুক, মুরাদপুর ইউনিট আওয়ামী লীগের সভাপতি কফিল উদ্দীন খোকন, শুলকবহর বাদুরতলা ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল আনোয়ার সেন্টু, অহিদ চৌধুরী মুক্তি, অধ্যাপক এস.এম ওয়াজেদ, আবু তাহের, সাইফুল ইসলাম, এরশাদ উল্লাহ চৌধুরী মুন্না, জাহেদুল ইসলাম, আল মাসুদ চৌধুরী হিরু, মো. সায়েম, মুজিব সম্রাট, জানে আলম লেদু, জাহেদুল হোসেন সোহেল, নেজামউদ্দৌলা, খোরশেদ আলম, মাহমুদ রেজা সুজা, মো. মহিউদ্দিন, এস.এম নেওয়াজ, মো. ফাহাদ, মো. মহিউদ্দীন, আরিফ সুমন, মো. ফরিদ, মো. সোহেল, মো. সুমন প্রমুখ।

বাদুরতলা সূর্য সাথী ক্লাব : বাদুরতলা সূর্য সাথী ক্লাবের উদ্যোগে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সহযোগিতায় গত শনিবার অসহায় মানুষের মাঝে কম্বল, সেলাই মেশিন, শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী ও খাবার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের উপদেষ্টা সিজল ফুডের চেয়ারম্যান লায়ন নুরুল আলম, বিশেষ অতিথি ছিলেন লায়ন্ব ইসমাইল চৌধুরী, এস কে পালিত, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মহানগরের সেক্রেটারি লায়ন মো. আবু নাসের রনি, জয়েন্ট সেক্রেটারি লায়ন আশিকুল আলম, ট্রেজারার এস এম ইয়াসির আরমান, কাজী গোলাম মোস্তফা মানিক, আকিব আশিকুল আলম, নূরে আলম রাসেল, হাফেজ খালেদ রিশাদ। সূর্য সাথী ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন মোহাম্মদ খোরশেদ আলম, আমির মাহমুদ খসরু রাজু, মো. রবিউল হোসেন, মো. কামরুল জাকির হোসেন সানি, নুরুল আলম, আশিকুল ইসলাম আশিক, কাজী মতিউর রহমান মুন্না, মো. রহিম, মো. জাহেদুল ইসলাম, মো. আনিস, মো. আরিফ, মো. আমির, মো. বোরহান, মো. রাসেল, শান্ত প্রমুখ।

স্মাইল বাংলাদেশ : স্মাইল বাংলাদেশের উদ্যোগে বান্দরবানে পাহাড়ের সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। নেতৃবৃন্দ এ মানবিক কাজে যারা সহযোগিতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা পাহাড়ের সুবিধা বঞ্চিত শিশু ও দুস্থদের সাহায্যে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।

যুবলীগ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নগরীর হালিশহরের রাজমুকুট কমিনিটি সেন্টারে মহানগর যুবলীগের সাবেক সদস্য আসিফ মাহমুদের উদ্যোগে শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা নাদিম পাটোয়ারী, রেফায়েত হোসেন রিপন, এডভোকেট মীর তোফাজ্জল হোসেন তপু, জিয়া উদ্দিন রানা, মাসুদ পারভেজ, মো. মামুন, দিপন কান্তি নাথ, আলী নিজাম, সাইফুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমির হামজা, হালিশহর থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, জাহেদ রাজ, তাজবির আহম্মদ, ইপিজেড থানা ছাত্রলীগ নেতা মোহাম্মদ বিজয়, ওহিদুল আলম রকি প্রমুখ।

মীরসরাইয় উপজেলা প্রেসক্লাব : মীরসরাই প্রতিনিধি জানান, মীরসরাইয়ে পত্রিকার হকারদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার মীরসরাই উপজেলার প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। এসময় ক্লাবের সভাপতি বিপুল দাশের সভাপতিত্বে রাজীব মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মীরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, মীরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান সামছুল আলম, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব রহমান পলাশ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সভাপতি নয়ন কান্তি ধুম, সাধারণ সম্পাদক আবু জাফর, প্রজন্ম মীরসরাইয়ের সহ সভাপতি মো. মহসিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ইকবাল হোসেন, কামরুল হাসান, দিদারুল আলম সোহেল, কামরুল ইসলাম, আব্দুল মান্নান রানা, জাবেদ হোসেন, জুয়েল নাগ, কমল পাটোয়ারী।

পূর্ববর্তী নিবন্ধগাউছুল আজম মাইজভাণ্ডারী পলিটেকনিক শিক্ষার্থীদের বৃত্তি দিবে বিএসআরএম
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী কার্যালয়ে আশ্রয়ণ প্রকল্পে বিভিন্ন ব্যাংকের অনুদান প্রদান