পতেঙ্গা ৪০নং ওয়ার্ড : ‘শেখ হাসিনার উদ্যোগ, দরিদ্র হবে নিরুদ্দেশ’-স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সিটি মেয়র এম রেজাউর করিমের উদ্যোগে ৪০নং ওয়ার্ডে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে কাটগড় নুর শপিং সেন্টারের তৃতীয় তলায় মহিলা কাউন্সিলর কার্যালয়ে ৩৯, ৪০ ও ৪১ নং ওয়ার্ডের শীতার্ত ও হতদরিদ্রদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন মহিলা কাউন্সিলর শাহানুর বেগম। ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মো. শামসুদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব কাফেলার সভাপতি সমাজসেবক মো. ফুরকান, ব্যাংক এশিয়া কাটগড় শাখার পরিচালক টিটু দেব। অতিথি ছিলেন ৪০নং ওয়ার্ড এ ইউনিট সভাপতি প্রার্থী মিজানুর রহমান শাহেদ, সাধারণ সম্পাদক প্রার্থী মো. সাজ্জাদ হোসেন, বি ইউনিট সভাপতি প্রার্থী নাছির আহমদ, সাধারণ সম্পাদক প্রার্থী মো. হোসেন সুমন, সি ইউনিট সভাপতি প্রার্থী মো. ইউসুফ, সাধারণ সম্পাদক প্রার্থী মুসলিম উদ্দিন, ওয়ার্ড আ.লীগের সদস্য মো. হাসান, সাবেক ছাত্রনেতা মো. ছাবের, মনির হোসেন রিপন, শামীম রায়হান, সমাজসেবক মো. জুয়েল।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন : বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক স্বীকৃত আর্তমানবতার সেবায় প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে শতাধিক শীতার্ত ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার বন্দর রিপাবলিক ক্লাব সংলগ্ন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর শাখার কার্যালয়ে এসব কম্বল বিতরণ করেন নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম ফটিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংস্কৃতিক কর্মী আশিক বন্ধু, বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক এডভোকেট মো. জাফর হায়দার, সহ-সভাপতি আবু হানিফ, অনুকূল চন্দ্র সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর দে, আনোয়ার হোসেন, বিলকিছ বেগম, পারভীন আকতার, প্রিয় নাথ চৌধুরী, গীতারানী চৌধুরীসহ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। এ সময় সভাপতি সুনীল কান্তি দে বলেন, অসহায় দরিদ্র মানুষ যাতে শীতে কষ্ট না পায়, এজন্য শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। কোনও মানুষই শীতে কষ্ট পাবে না।
কিবরিয়া নুর ফাউন্ডেশন : কিবরিয়া নুর ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিশ্বব্যাপী দ্রুতগতিতে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণ এড়াতে জনসচেতনতামূলক কর্মসূচি ও মাস্ক বিতরণ করা হয়েছে। পশ্চিম বাকলিয়া আওয়ামী লীগের ২নং ইউনিটের সাধারণ সম্পাদক নিজাম কাদের সঞ্চালনায় ফাউন্ডেশনের চেয়ারম্যান পশ্চিম বাকলিয়া আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক গোলাম কাদের হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাহাব উদ্দীন আহমেদ চৌধুরী, সিরাজুর রহমান, কাউন্সিলর শাহীন আক্তার রোজী, আকবর আলী আকাশ, রহমতউল্লাহ্ ফরহাদ, আবু সাঈদ মিন্টু, সারোয়ার আলম, হোছাইন উল্লাহ্ রিপন, মনি, ইমরান, নোমান সাঈফ, জি.এম তাওসীফ, রিয়াজ কাদের, আলতাফ হোসেন, বন্ধন সেন, জাহেদ হোসেন ফারুক, শাহদাত হোসেন, মেহেদী হাসান, কাইয়ুম শাহ্, আব্দুল হান্নান শাহ্, হামীম আল আবির, রকিবুল ইসলাম, পিয়াস আইচ, আনাস, আম্মার, সামি সহ প্রমুখ।
উত্তর হালিশহর নাথ পাড়া : ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ডের নাথ পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সমাজসেবক ফরিদ মাহমুদ। এর আগে তিনি অগ্নিদুর্গত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। এসময় তিনি চারটি পরিবারকে নগদ টাকা, শুকনো খাবার বিতরণ করেন। এতে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শেখ নাছির আহমেদ, আশরাফুল গনি চৌধুরী, দেলোয়ার হোসেন দেলু, বাবুল দাশ, আনিসুর রহমান মামুন, মনজুরুল আলম রিমু, ইয়াছিন ভুঁইয়্যা, জালাল আহমেদ, নিপেন নাথ, বিজয় নাথ, মেম্বার বাবু দুলাল কান্তি নাথ, সুমন নাথ, সুভাষ নাথ, তপন নাথ, বিশ্বজিত ধর, সজল নাথ, কুশলব নাথ, লিটন দাশ, পিকলু নাথ, টুটুল নাথ, তরুণ নাথ, সনজিৎ নাথ, রাহুল নাথ, তুষার নাথ, রোপন নাথ, অসিত মজুমদার, প্রশান্ত নাথ, অজয় নন্দী, পলাশ ধর প্রমুখ। শীতবস্ত্র বিতরণকালে ফরিদ মাহমুদ ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের ঘরবাড়ি পুন:নির্মাণ করার জন্যে অবস্থাপন্ন ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।
ধ্রুবতারা মানবিক সংগঠন : ধ্রুবতারা মানবিক সংগঠনের উদ্যোগে নগরীর সরাইপাড়া, পাহাড়তলী এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে গতকাল শুক্রবার। সংগঠনের উদ্যোক্তা জাহিদ ইকবাল তানভিরের সভাপতিত্বে ও সাদনান খান সাঈমের সঞ্চালনায় উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে এলাকার গণমান্য ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের উদ্যোক্তা আব্দুর রাফি খান, রাকিব হোসাইন, সাকিব আহমেদ, ইরফান এবং ইসতিয়াক, অপু, সোহেল, তানভির, তুশার, মুন্না, বাবু, ফাহিম, ফারুক প্রমুখ।
রঙিন ঘুড়ি ফাউন্ডেশন : রঙিন ঘুড়ি ফাউন্ডেশনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শীতবস্ত্র, পবিত্র আল-কোরআন এবং খাবার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার নগরীর শের শাহ বাংলা বাজার লিংক রোডস্থ মিনহাজুল কোরআন মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনটির উদ্যোক্তা ও আহ্বায়ক কমিটির সভাপতি মাসুদ আলম চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম-আহ্বায়ক আফাজ উদ্দিন আসিফ। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা নূর মো. রানা এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল গাফফার মিয়াজী। আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য আফাজ উদ্দিন আসিফ, শফিকুল ইসলাম বাবু, সদস্য স্টিভেন ডায়েস, মো. রিপন, মো. আসীফ, শাখাওয়াত হোসেন রিমন, মো. আবীর, মো. সাইফুল ইসলাম চৌধুরী, রাশেদুল আলম, জুয়েল রানা প্রমুখ।
পতেঙ্গা শাক্যমুনি বিহার : পতেঙ্গাস্থ শাক্যমুনি বৌদ্ধ বিহার ও আরডিএনএ ধ্যান কেন্দ্রের উদ্যোগে পতেঙ্গা এলাকার দু:স্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এতে পৃষ্ঠপোষকতা করেন ব্যবসায়ী দানশীল সুখন বড়ুয়া, রিংকু বড়ুয়া, সমাজসেবক ডা. সুমেধ কুমার বড়ুয়া, শিক্ষিকা সাগরিকা বড়ুয়া, তরুণ সমাজকর্মী অনুপম বড়য়া, মৌসুমি বড়ুয়া। আরও অংশগ্রহণ করেন সমাজসেবক উৎপল বড়ুয়া (ঢাকা), ব্যবসায়ী মোহাম্মাদ ইমতিয়াজ চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধন করেন শাক্যমুনিবৌদ্ধ বিহার ও আরডিএনএ ধ্যান কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সদ্ধর্মকোবিদ ভদন্ত এস লোকজিৎ থেরো। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আয্যসম্ভার ভিক্ষু, ভদন্ত জগতরত্ন ভিক্ষু, মহল্লা কমিটির সভাপতি হাজী নুরুল আমিন ডা. প্রবীর বড়ুয়া , নৌ : কর্মকর্তা (অব.) বিশ্বজিত বড়ুয়া, অরুণ বড়ুয়া, রঞ্জন বড়ুয়া, প্রভাষ বড়ুয়া, ডা. পিকে বড়ুয়া, আলী হায়দার, সুকেশ বড়ুয়া, রাজু বড়ুয়া, সুমন বড়ুয়া, প্রান্তিক বড়ুয়া এবং গৌতমী মহিলা কমিটি ও যুব কমিটির সদস্যবৃন্দ।