শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আজাদী ডেস্ক | শুক্রবার , ২ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:৩৬ পূর্বাহ্ণ

মানবতার বাতিঘর

সামাজিক সংগঠন মানবতার বাতিঘরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ গত ২৮ জানুয়ারি দাইয়াপাড়া মোড়স্থ সংগঠনের সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি নাছের তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ডাঃ মনির আজাদ, কাজী রোকনুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জালালাবাদ ওয়ার্ডের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ রাশেদ, যুবলীগ নেতা আবু তৈয়ব সোহেল, মহিলা নেত্রী রোকসানা আকতার, আজগর মোঃ নুরু।

এনএনকে ফাউন্ডেশন

রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপির পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এখন পর্যন্ত ৫ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। এনএনকে ফাউন্ডেশন সুত্রে জানা যায়, চলতি শীতের শুরু থেকে নিজের নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং পাশের বোয়ালখালী উপজেলার শ্রীপুরখরণদ্বীপ ইউনিয়নের শীতার্তদের মাঝে প্রতিবছর কম্বল বিতরণ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। এর ধারাবাহিকতায় চলতি শীত মৌসুমে এ পর্যন্ত প্রায় ৫ হাজার শীতার্তের কাছে পৌঁছানো হয়েছে কম্বল। রাঙ্গুনিয়ার প্রত্যন্ত গ্রামে কিংবা পাহাড়ের খাঁজে খাঁজে বসবাসকারী, সিএনজি চালক, রিকশা চালক, মাঝিমাল্লা, এতিমখানাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুস্থ শীতার্ত দরিদ্র পরিবারগুলোর দরজায় কম্বল পৌঁছানো হয়েছে। শুধু কম্বলই নয়, এই দাতব্য ফাউন্ডেশনের মাধ্যমে সারাবছর ধরেই দরিদ্র অসহায়দের নানাভাবে সহযোগিতা করা হয়।

৩৯নং ওয়ার্ড হোন্দলপাড়া

চট্টগ্রামের ইপিজেডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অর্ধশত পরিবারের মাঝে চাল বিতরণ করেন কাউন্সিলর জিয়াউল হক সুমন। গতকাল বৃহস্পতিবার বিকেলে ৩৯নং ওয়ার্ডের হোন্দলপাড়া রেললাইন এলাকায় আগুনে নি:স্ব হওয়া দোকান মালিক ও বসতঘরগুলো পরিদর্শন করেন কাউন্সিলর সুমন। পরে প্রতিটি পরিবারের মাঝে চাউল বিতরণ করেন। এসময় ১১ সংসদীয় আসনের প্রতিটি মানুষের সুখে দুঃখে পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। চাউল বিতরণকালে আরও উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মো. আসলাম, মো. শরীফ, ভুলু মাঝি, মো. আলম, আব্দুল মতিন, মাহাবুব সওদাগর, বাদশা মিয়া, আনোয়ারুল করিম রুশদী, চন্দ্রাশীষ ভট্টাচার্য আশীষ ও যুবলীগ নেতা আলী হোসেনসহ প্রমুখ।

রোটার‌্যাক্ট ক্লাব অব চিটাগং মেরিন সিটি

বাংলাদেশে কাঁপিয়ে দিচ্ছে শীতের চরম ঠান্ডা। সারা দেশের মতো চট্টগ্রামেও শীতের তীব্র ঠান্ডায় পথের মানুষদের অবস্থা করুণ। আর প্রচন্ড এই শীতে চট্টগ্রামে তাদের কষ্টে কিছুটা স্বস্তি দিতে পাশে দাঁড়িয়েছে রোটার‌্যাক্ট ক্লাব অব চিটাগং মেরিন সিটি। নগরীর অসহায়দের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে জানুয়ারি মাস জুড়ে। নগরীর নিউ মার্কেট থেকে শুরু করে টাইগার পাস রেললাইনের পাশে বসাবসকারী সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট রোটার‌্যাক্টর মেহেরুন নেসা আলিফ, সেক্রেটারি রোটার‌্যাক্টর সুলতান আরিফ, ট্রেজারার রোটার‌্যাক্টর রিদয়, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর রোটার‌্যাক্টর এনাম, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রোটার‌্যাক্টর সাব্বির, ক্লাব মেম্বার রোটার‌্যাক্টর মিলি, রোটার‌্যাক্টর সোহেলস ও গেস্ট উপস্থিত ছিলেন।

১৭নং ওয়ার্ড আওয়ামী লীগ : শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপির পক্ষ থেকে ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে গত ১ ফেব্রুয়ারি শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ ইকবাল হোসেন, সাগর আলী ও ৩নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

তনজিমুল মোসলেমিন এতিমখানা

বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় অর্থ উপ কমিটির সদস্য অধ্যাপিকা জান্নাতুন নুর তানিয়ার উদ্যোগে এতিম শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ গত ৩১ জানুয়ারী বিকেলে নগরীর তনজিমুল মোসলেমিন এতিমখানায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি উপ কমিটির সদস্য প্রকৌশলী শহীদুল আলম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন আওয়ামীলীগনেতা শহীদুল ইসলাম পিন্টু। বিশেষ অতিথি ছিলেন কবি আশীষ সেন, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, আলমগীর ইসলাম বঈদী, শাহীন ফেরদৌসী, শবনম ফেরদৌসী, আসিফ ইকবাল, সজল দাশ, শিহাব রহমান, মো. মিনহাজ প্রমুখ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা ফজলুল কাদের।

চট্টগ্রাম মহানগর বৈদিক পরিষদ

বাংলাদেশ বৈদিক পরিষদ (বিবিপি) চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান আজ ১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় নগরীর হাজারী লেইনস্থ দি চিটাগাং ট্রাস্টের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈদিক পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি অধ্যাপক প্রদীপ কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক’র সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত। প্রধান বক্তা ছিলেন দি চিটাগং ট্রাস্টের চেয়ারম্যান অরুন কান্তি মল্লিক। বিশেষ অতিথি ছিলেন বৈদিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নারায়ন চন্দ্র মজুমদার, বৈদিক পরিষদ মহানগর শাখার প্রধান উপদেষ্টা প্রকাশ সরকার, ট্রাস্টের মহাসচিব প্রবাল দে, কার্যকরি সভাপতি সুজন ভট্টাচার্য্য, সিনিয়র সহসভাপতি নুপুর দাশগুপ্ত। সংগঠনের সাধারণ সম্পাদক শ্যামল কান্তি বিশ্বাসের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ঊষা আচার্য্য, দুর্জয় বিশ্বাস, দীপ্ত মল্লিক রাজ, রূপনা চৌধুরী, কৃত্তিকা চক্রবর্তী, রুপনা দাশ প্রমুখ। অনুষ্ঠানে ১০০ জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

সিদ্দিক রেজওয়ানা ওয়েলফেয়ার ফাউন্ডেশন

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র চট্টলবীর আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিদ্দিক রিজওয়ানা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর উত্তর আগ্রাবাদ খান সাহেব স্কুলে এ ইউনিট আওয়ামী লীগের আয়োজনে এ ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহসম্পাদক মোঃ রেজাউল করিম রিটনের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত শীতবস্ত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্দিক রিজওয়ানা ওয়েলফেয়ার ফাউন্ডেশন চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা আলহাজ্ব সৈয়দ মাহমুদুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন সিইউনিট আওয়ামী লীগের সভাপতি দিদারুল আলম দিদার, বিইউনিট আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ শাহ আলম, বিইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আকবর আলী, আওয়ামী লীগ নেতা মহসিন মোর্শেদ টিপু, ইলিয়াছ মিয়া জিশু, ওসমান গণি আলমগীর, নুরুল আফছার, যুবলীগ নেতা আরিফুল ইসলাম, ছাত্রলীগ নেতা আবুল হাছানাত, যুবলীগ নেতা আজিজুর রহমান আজিজ সহ আরও অনেকে ।

পূর্ববর্তী নিবন্ধমাদারবাড়ী শোভনীয়া ক্লাবের শিক্ষা সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধশিক্ষাবিদ মোহাম্মদ মুসার ইন্তেকাল