শীতার্তদের পাশে মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন

| রবিবার , ২৩ জানুয়ারি, ২০২২ at ৮:০২ পূর্বাহ্ণ

 

মোস্তফাহাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় ও সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে নগরীর ২৪নং উত্তর আগ্রাবাদ ও ২৫নং রামপুর ওয়ার্ডে গতকাল শনিবার শীতার্তদের মাঝে কম্বল ও নগদ অর্থ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র এম মনজুর আলম। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্ট পরিচালক মোহাম্মদ সারওয়ার আলম। উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম চৌধুরী, মো. জাকারিয়া, মো. ওমর মিয়া, মো. দেলোয়ার হোসেন, মো. আব্দুর রাজ্জাক দুলাল, সাবের হোসেন সওদাগর, মো. শাহজাহান, খাইরুল আলম, মো. সেলিম মিয়া, মো. দিদারুল আলম, মহসিন মোর্শেদ টিপু, মোহাম্মদ আলী, মাহবুবুল আলম আজাদ প্রমুখ। সাবেক মেয়র মনজুল আলম শীতার্তদের সাহায্যে এগিয়ে আসার জন্য বিত্তবানদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে করোনা ভাইরাস থেকে পরিত্রাণ পেতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজেনারেল হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম দিলো ‘কানেক্ট দ্য ডটস’
পরবর্তী নিবন্ধচবি বার্ষিক চারুকলা প্রদর্শনী শুরু ও মুর্তজা বশীর স্মৃতি বৃত্তি প্রদান