বাংলাদেশ মহিলা সমিতি চট্টগ্রাম শাখার পক্ষ থেকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার নগরীর পূর্ব নাসিরাবাদস্থ নাসিরাবাদ পাবলিক স্কুল প্রাঙ্গণে স্থানীয় বিপুল সংখ্যক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বাংলাদেশ মহিলা সমিতি, চট্টগ্রামের প্রেসিডেন্ট মিসেস কামরুন মালেক স্থানীয় বস্তিবাসীসহ সুবিধাবঞ্চিত নারী পুরুষের হাতে কম্বল তুলে দেন। এই সময় ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মোরশেদ আলম, মহিলা সমিতি চট্টগ্রামের ভাইস প্রেসিডেন্ট রোকেয়া জামান, এসোসিয়েট ট্রেজারার আবিদা মোস্তফা, সদস্য তাহেরা মাহমুদ, নিশাত ইমরান, দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর উপস্থিত ছিলেন।