চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে চট্টগ্রাম মহানগর ও সকল উপজেলায় অসহায়, গরীব ও দুস্থ জনসাধারণের মাঝে বিতরণের উদ্দেশ্যে পরিষদের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম এক অনুষ্ঠানের মাধ্যমে জেলা পরিষদের সদস্যবৃন্দ/সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্যদের হাতে এ কম্বল তুলে দেন।
অনুষ্ঠানে এম এ সালাম শীতার্তদের পাশে দাঁড়াতে সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, সচিব রবিউল হাসান, সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য কাজী আবদুল ওহাব, দেবব্রত দাশ, শেখ মোহাম্মদ আতাউর রহমান, জাফর আহমেদ, শওকত আলম শওকত, মোহাম্মদ ইউনুছ, কামরুল ইসলাম চৌধুরী, আফতাব খান, আকতার উদ্দিন মাহমুদ পারভেজ, এস. এম. আলমগীর চৌধুরী, মোহাম্মদ জসীম উদ্দীন, আবু আহমেদ চৌধুরী, আনোয়ার কামাল, সংরক্ষিত আসনের মহিলা সদস্য রেহানা আকতার, রেহানা বেগম (ফেরদৌস) চৌধুরী, শাহিদা আকতার জাহান, এডভোকেট উম্মে হাবিবা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।