চট্টগ্রাম জেলা পরিষদ : চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে বিতরণের জন্য জেলা পরিষদ সদস্যদের নিকট কম্বল হস্তান্তর করা হয়। গতকাল মঙ্গলবার কম্বল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল। প্রধান অতিথি শীতার্তদের পাশে বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, এসব শীতার্ত মানুষেরা যাতে তীব্র ঠাণ্ডায় কষ্ট না পায় তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, সদস্য আ ম ম দিলশাদ, প্রদীপ রঞ্জন চক্রবর্তী, ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, দেবব্রত দাশ, বোরহান উদ্দিন মো. এমরান, আবু আহমদ চৌধুরী জুনু, এইচ এম আলী আবরাহা দুলাল, এরফানুল করিম চৌধুরী, নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম, ফারহানা আফরিন জিনিয়া, সুরাইয়া বেগম, রওশন আরা রত্না, শহিদুল ইসলাম পিন্টু, রাইসুল ইসলাম চৌধুরী এমিল, ইমরান মুহুরী।
মোহাম্মদ আবু জাফর চৌধুরী ফাউন্ডেশন : আনোয়ারা উপজেলার শিলালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মিয়া চৌধুরী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু জাফর চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল মঙ্গলবার ২০০ জন শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. নুরুল হুদা চৌধুরী বলেন, অসহায় মানুষের কল্যাণে কাজ করতে পারার আনন্দই আলাদা। মানব কল্যাণে দীর্ঘসময় ধরে কাজ করে যাচ্ছে এ ফাউন্ডেশন। এতে উপস্থিত ছিলেন ডা. অসীম দাশ, মো. নাজিম উদ্দিন, লিটন চৌধুরী, দীপক চৌধুরী, কৃষ্ণ সিকদার, রুপন দাশ গুপ্ত, ফাউন্ডেশনের পরিচালক মো. নুরুল কবির চৌধুরী, মো. নুরুল হোসেন চৌধুরী, জসিম উদ্দিন, আজাদ আলম প্রমুখ।
মাদারবাড়ী উদয়ন সংঘ : মাদারবাড়ী উদয়ন সংঘের উদ্যোগে সংগঠন কার্যালয়ে শীতার্ত মানুষের মাঝে সম্প্রতি কম্বল বিতরণ করা হয়। ক্লাবের সিনিয়র সহসভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম মো. জোবায়ের। উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য মোহাম্মদ বখতিয়ার, মঞ্জু মিয়া, যুগ্ম সম্পাদক হাসান মোহাম্মদ মোক্তার, মহিলা সম্পাদিকা কামরুল আনিস, তাজুল ইসলাম, সাহেদ ও বাপ্পি প্রমুখ।
নাছিরাবাদ : খাজা মঈনউদ্দিন চিশতী আজমেরীর বার্ষিক ওফাত দিবস উপলক্ষে নাসিরাবাদে খাজা গরিবের নেওয়াজ মঞ্জিলে আ. লীগ নেতা ও সাবেক কাউন্সিলর মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ–সভাপতি বীর মুক্তিযোদ্ধা নঈমউদিন আহম্মেদ চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সদস্য সৈয়দ আমিনুল হক, চট্টগ্রাম মহানগর শ্রমিকলীগ সদস্য সচিব আবুল হোসেন আবু, শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাজাহান সুফি, শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুল রহমান, সাধারণ সম্পাদক শেখ সরোয়াদ্দী, ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আ.লীগের আহবায়ক সরোয়ার মোরশেদ কচি, আ.লীগ নেতা কমল বড়ুয়া, মোফাজ্জল আহমেদ মাসুম, সৈয়দ মোরশেদ আলম, এম এ খালেক, আকতার ফারুক, তৌহিদুল আনোয়ার সেন্টু, খোরশেদ আলম বাসেদ, কফিল উদ্দিন খোকন, সাংবাদিক নাছির প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।