বিভিন্ন সংগঠনের উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বক্তারা শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান।
সাতকানিয়া : সাতকানিয়া উপজেলায় শীতার্ত মানুষের পাশে দক্ষিণ জেলা যুবলীগ নেতা এবং বনফুল অ্যান্ড কোম্পানির ম্যানেজিং পার্টনার ওয়াহিদুল ইসলাম সিআইপি শীতবস্ত্র বিতরণ করেছেন।
গতকাল ছদাহা ইউনিয়ন আওয়ামী লীগের ব্যবস্থাপনায় এতে উপস্থিত ছিলেন সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম উদ্দীন, ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দীন টিপু, কেঁওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনির আহমদ, সোনাকানিয়া ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন, ছদাহা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আরিফুল ইসলাম প্রমুখ।
ওয়াহিদুল ইসলাম বলেন, বর্তমান সরকারের আমলে কোনো মানুষ যেন কষ্ট না পায় সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারিভাবেও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে ইতোমধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আমরা শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছি।
এতে সভাপতিত্ব করেন ছদাহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোরশেদ আলম দুলু। উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
বাঁশখালী যুবলীগ : যুবলীগের সুবর্ণজয়ন্তী ও মানবিক কর্মসূচির অংশ হিসেবে বাঁশখালীতে দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আ ন ম ফরহাদুল আলমের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গত ২৩ জানুয়ারি উপজেলার কালীপুর রামদাশহাটে নিজস্ব কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল আলম, জেলা যুবলীগ নেতা চৌধুরী মুহাম্মদ এরশাদ, যুবলীগ নেতা পারভেজ, জেলা ছাত্রলীগের উপ ও ক্রীড়া সম্পাদক এস এম সাইফুলসহ প্রমুখ ।
বৌদ্ধ ছায়াঙ্গন : বৌদ্ধ ছায়াঙ্গনের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় গরিব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে সহযোগিতা করেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির ভাইস চেয়ারম্যান ও বৌদ্ধ ছায়াঙ্গনের প্রধান পৃষ্ঠপোষক লায়ন আদর্শ কুমার বড়ুয়া।
উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা স্বপন কুমার বড়ুয়া, অধ্যাপক ববি বড়ুয়া, সংগঠনের সভাপতি চয়ন বড়ুয়া, শুভ বড়ুয়া, মিশু বড়ুয়া, অর্ণব বড়ুয়া, পার্থিব বড়ুয়া, জুয়েল বড়ুয়া, অর্পণ বড়ুয়া, প্রিয়ম বড়ুয়া, পিপলু বড়ুয়া ও অমিত বড়ুয়া প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বৌদ্ধ ছায়াঙ্গন সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া ও সাংগঠনিক সম্পাদক আকাশ বড়ুয়া।
নোয়াজিশপুর : রাউজান প্রতিনিধি জানান, রাউজানের নোয়াজিশপুর ইউনিয়নে রাতে বাড়ি বাড়ি গিয়ে শীতের কম্বল বিতরণ করা হচ্ছে। গত ২৪ জানুয়ারি রাতে এলাকায় কম্বল বিতরণ করতে গিয়ে উত্তর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এম সরোয়ার্দী সিকদার বলেন, এই কর্মসূচি এক মাস ধরে চলমান।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন চৌধুরী, তাজ মোহাম্মদ মিয়া মেম্বার, নুর মোহাম্মদ ভান্ডারী, আবু মুসা, আবু শাহাদাত নবী, জসিম উদ্দিন চৌধুরী, নাছির উদ্দীন চৌধুরী, আবু তাহের, ইউপি সদস্য শফিউল বশর, শওকত ওসমান চৌধুরী, মোহাম্মদ রাশেদ, বেলাল হোসেন, শফিকুল ইসলাম, আব্দুল্লা আল হারুন, আলাউদ্দিন আলম, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি কুতুব উদ্দিন সিকদার, আব্দুল মোতালেব, রিয়াজ উদ্দীন ফাহিম ও আবু বক্কর।
বিজিসি ট্রাস্ট : বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের স্যোশাল রেসপনসিবিলিটি ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান স্যোশাল রেসপনসিবিলিটি ক্লাবের চিফ এডভাইজর ধীমান বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেব। অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর এ.এন.এম ইউসুফ চৌধুরী, ড. অনিন্দ্য কুমার নাথ, মো. সালাউদ্দিন চৌধুরী, মাহমুদা আকতার, মো. ইমরান চৌধুরী, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার। স্যোশাল রেসপনসিবিলিটি ক্লাবের উপদেষ্টা আবদুল ওয়াহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আবদুল হান্নান, আসমা আল আমিন, জুয়েল মল্লিক প্রমুখ।












