শীতবস্ত্র নিয়ে ছিন্নমূল অসহায়দের পাশে

| মঙ্গলবার , ২৫ জানুয়ারি, ২০২২ at ৮:৪৫ পূর্বাহ্ণ

ইয়থ ওয়েলফেয়ার মিশন : আর্ত মানবাতার কল্যাণে আমরাস্লোগানকে ধারণ করে ‘ইয়থ ওয়েলফেয়ার মিশন বাংলাদেশ’ এর উদ্যোগে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এরই অংশ হিসেবে গত শুক্রবার মীরসরাই উপজেলার নিশ্চিন্তাপুর ত্রিপুরা পাড়া, সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা ত্রিপুরা পাড়া, সোনাইছড়ি ত্রিপুরা পাড়া এলাকাতে প্রায় দুই শতাধিক দরিদ্র ত্রিপুরা জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক বেনু কুমার দে। কর্মসূচির আহ্বায়ক সৌরভ ধরের সভাপতিত্বে ও নয়ন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম কুমার শর্মা। উপস্থিত ছিলেন নিশান দাশ গুপ্ত, প্রসেনজিৎ দাশ, সুয়েল বণিক সৌরভ, প্রিয়োতম ধর সাজু, অনিন্দ্য চৌধুরী প্রমুখ।

ড্যাব : মাঘের কনকনে শীতের রাতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়, মেডিকেল কলেজ ও বদনা শাহ মাজার এলাকায় ঘুরে বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া শীতার্ত ছিন্নমূল, বয়স্ক ও অসহায় কর্মজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নেতৃবৃন্দ। গত শনিবার মধ্যরাতে ড্যাব চট্টগ্রাম শাখার পক্ষ থেকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ মানিক, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ডা. এস এম সারোয়ার আলম, মহানগর শাখার সহসভাপতি ডা. নুরুল করিম চৌধুরী, চমেক শাখার নেতা ডা. ইয়াসিন আরাফাত, জেলা শাখার দপ্তর সম্পাদক ডা. মো. মইনুদ্দীন মইন, চমেক শাখার সহসাংগঠনিক সম্পাদক ডা. মেহেদী হাসান ইমাম, সহদপ্তর সম্পাদক ডা. জাহেদুল আলম ইমন, মানব সম্পদ সম্পাদক ডা. তারেকুল ইসলাম জনি, ছাত্রদল নেতা আলাউদ্দীন আলো, মো. ফয়েজ, এনামুল হক প্রমুখ।

এসময় ড্যাব নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ড্যাব দীর্ঘদিন ধরে চট্টগ্রামসহ সারাদেশে বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে এই শীতবস্ত্র বিতরণ।

বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশন : বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে কদম মোবারক মুসলিম এতিমখানার শিক্ষার্থী ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের মহানগর সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা কমিটির সহসভাপতি সৈয়দ মোরশেদ হোসেন। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম শামসুল হক। এম নুরুল হুদা চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের চট্টগ্রাম মহানগর শাখার সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী বাচ্চু, সহসভাপতি শফিউল করিম চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া, সংগঠনের পৃষ্ঠপোষক ইব্রাহিম হোসেন বাবুল, ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি এম এ মোনায়েম, মো. আসিফ ইকবাল, নাজিম উদ্দীন, রতন ঘোষ প্রমুখ।

রোটারি ক্লাব অব চিটাগাং পাইওনিয়র : রোটারি ক্লাব অব চিটাগাং পাইওনিয়রের উদ্যোগে চট্টগ্রামস্থ তুফানি রোড, বালুচড়া এলাকায় শীতার্ত দরিদ্র মানুষের মাঝে গত ২১ জানুয়ারি কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান অ্যাডভোকেট দীল আফরোজ, রোটারিয়ান মো. ফজলুর রহমান মজুমদার, সুদীপ কুমার চন্দ, আব্দুর রাজ্জাক, সৈয়দ মো. জেমি, এস এম মোস্তফা, সোলাইমান হোসেন বাচ্চু, নাসরিন সুলতানা। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রোটারিয়ান নজরুল ইসলাম নান্টু, আওয়ামী লীগের ইউনিট সভাপতি মো. হানিফ, ওয়ার্ড সহসভাপতি মো. ইব্রাহিম প্রমুখ।

চট্টগ্রাম০৭০৯ গ্রুপ : শীতার্ত গরিব দুস্থ মানুষকে চট্টগ্রামে শীতবস্ত্র প্রদান করলো এসএসসি ২০০৭ এবং এইচএসসি ২০০৯ বাংলাদেশ এ পাশ করা শিক্ষার্থীদের চট্টগ্রাম অঞ্চলের ব্যাচমেটদের গ্রুপ চট্টগ্রাম০৭০৯। ‘বন্ধুর সাথে বন্ধুর পথ পাড়ি দেব হোক শপথ’ এই স্লোগান নিয়ে ২০১৯ সালের ১৬ আগস্ট গ্রুপটি প্রতিষ্ঠার পর থেকে নানা সামাজিক কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো চট্টগ্রাম০৭০৯ গ্রুপ। নগরীর বিভিন্ন স্থানে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে গ্রুপের সদস্যদের মধে উপস্থিত ছিলেন ফোরকান রাসেল, মেঘ আজাদ, সাজু, শাহাদাত, মাহিম পারভেজ, সানি, ইঞ্জিনিয়ার শিলা, খালেদ, ডা. মহিউদ্দীন আমিন, প্রফেসর সাদ্দাম, সাইদুল, একরাম, সান্টু, অরুপ, মাহফুজ, মাজিদ, রহিম উল্লাহ, নাজমুল, সুজন ধর, মহিউদ্দীন ইমন প্রমুখ।

কাউন্সিলর নুরুল হক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চসিক মেয়র রেজাউল করিম চৌধুরীর পক্ষে শীতবস্ত্র বিতরণ করেন ৩৫ নম্বর বঙিরহাট ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হক। ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ধীমান দাশ গুপ্ত, আজিজুল ইসলাম, তপন চৌধুরী মিটু, আবদুল হালিম খোকন, দেবাশীষ দাশ গুপ্ত, এস এম আববাস উদ্দিন, তাপস কান্তি দাশ, মো. ইব্রাহিম, বাসু তালুকদার, সিমু চৌধুরী, টিটু চৌধুরী প্রমুখ।

কাউন্সিলর নীলু নাগ : প্রধানমন্ত্রীর সহায়তায় ও চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর পক্ষে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সংরক্ষিত আসন৮ এর কাউন্সিলর নীলু নাগ। তিনি এনায়েত বাজার, পূর্বমাদারবাড়ি ও আলকলণ ওয়ার্ডের তিন শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কলেজের সাবেক ভিপি শওকত ওসমান মুন্না, সদরঘাট থানা পূজা পরিষদের সভাপতি লিটন মহাজন, শ্যামাপদ চৌধুরী, রিমন চক্রবর্তী প্রমুখ।

নাসিরাবাদ সি ইউনিট আ. লীগ : নাসিরাবাদ পলিটেকনিক সি ইউনিট আওয়ামী লীগের উদ্যোগে গতকাল সোমবার সকাল ১১টায় দলীয় কার্যালয়ে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবুল। মো. ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মাইনুদ্দিন চৌধুরী, যুবলীগ নেতা মুরিদুল আলম লিটন, মো. নাজিম উদ্দিন, মো. কামাল হোসেন, মো. আসাদ, শফিকুল ইসলাম, মো. উজ্জল, মোহাম্মদ আলী, মহিলা নেত্রী লাকি বেগম, নার্গিস বেগম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসিরিয়ার কারাগারে হামলা, নিহত ১২০
পরবর্তী নিবন্ধশামসুন নাহার বেগম