শীত এলো

আয়ুষ ধর | বুধবার , ৩০ নভেম্বর, ২০২২ at ৮:০৬ পূর্বাহ্ণ

(৩১,৪৪৭)

শীত এলো শহরগাঁয়ে,

শীতের হাওয়া লাগে গায়ে।

ঘুম ভেঙে যায় পাখির তানে,

ক্ষুধা বাড়ে পিঠার ঘ্রাণে।

শীতের দিনের পিঠা,

লাগে বেজায় মিঠা।

কখন খাবো, কখন খাবো

মনটা উচাটন,

মজার মজার পিঠা খেয়ে

ভরবে আমার মন।

পূর্ববর্তী নিবন্ধআমার আছে
পরবর্তী নিবন্ধআমার দেশ