আইসিসিতে স্কোয়াড জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ। বিসিবি সেটি করেও ফেলেছে। তবে তা প্রকাশ করা হয়নি এখনও। দলে কে আছে কে নেই, সেসব নিয়ে নানা আলোচনা ও জল্পনাও ক্রমে বাড়ছে। বিশ্বকাপ স্কোয়াড বলেই এমন কৌতূহল ও আগ্রহ। বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন বলছেন, দ্রুতই আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করবেন তারা। আগামী মাসের টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের দল আইসিসি জমা দেওয়ার শেষ সময় ছিল শুক্রবার। তবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত দলে পরিবর্তন আনা যাবে কোনো কারণ দেখানো ছাড়াই। মূলত লজিস্টিকস ও অন্যান্য কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্যই এখন স্কোয়াডের নাম জমা দেওয়ার এই বাধ্যবাধকতা। প্রতিটি বিশ্ব আসরেই এমন থাকে। ৩১ জানুয়ারির পর দলে পরিবর্তন আনা যাবে কেবল চোটাঘাতের প্রেক্ষিতে এবং সেটিও টেকনিক্যাল কমিটির অনুমোদন সাপেক্ষে। অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, জিম্বাবুয়েসহ বেশ কয়েকটি দেশ এর মধ্যেই দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিয়েছে। দলে পরিবর্তন আনা যাবে বলেই অস্ট্রেলিয়া দল ঘোষণার সময় এটিকে উল্লেখ করেছে ‘প্রাথমিক’ দল হিসেবে। কয়েকটি দল আবার উল্লেখ করেই দিয়েছে, দলে পরিবর্তন আনা হতে পারে পরে। বাংলাদেশের সামনেও পরিবর্তনের দুয়ার খোলা আছে। তবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানান, পরিবর্তনের সম্ভাবনা সামান্য। ‘গত ৬–৮ মাস যে স্কোয়াড আমরা খেলিয়েছি, মূলত সেখান থেকেই বিশ্বকাপ দল গড়া হয়েছে। পরিবর্তনের সম্ভাবনা খুব একটা দেখছি না। তবে বিপিএল যেহেতু চলছে, আমরা অবশ্যই চোখ রাখব যদি কেউ অসাধারণ পারফরম্যান্স করে।’ বিপিএলের মধ্যে দুই জাতীয় নির্বাচক সিলেটে গিয়ে অধিনায়ক লিটন কুমার দাসের সঙ্গে আলোচনা করে দল বাছাই করেছেন।












