শিশুসহ ২২ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

লিবিয়া উপকূলে নৌকাডুবি

| বৃহস্পতিবার , ৭ জুলাই, ২০২২ at ৬:১৯ পূর্বাহ্ণ

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে তিন শিশুসহ ২২ অভিবাসনপ্রত্যাশী মারা গেছে। নিহতেরা আফ্রিকার দেশ মালির বাসিন্দা ছিল। জাতিসংঘ ও মালি সরকারের পক্ষ থেকে এ দুর্ঘটনার খবর নিশ্চিত করা হয়েছে। খবর বাংলানিউজের।
মঙ্গলবার মালি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, যারা মারা গেছে তারা ৮৩ জনের একটি গ্রুপ নিয়ে বের হয়েছিল। এদের মধ্যে বেশিরভাগই ছিল মালির নাগরিক।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পক্ষ থেকে বলা হয়, লিবিয়ান কোস্টগার্ড ৬১ জনকে উদ্ধার করেছে। নয়দিন সমুদ্রে থাকার পর শনিবার তাদেরকে উপকূলে নিয়ে আসা হয়। আইওএমের মুখপাত্র সাফা এমসেহলি বলেন, পানিশূন্যতা ও পানিতে ডুবে ২২ জনের মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএক সাপের কারণে বিদ্যুৎহীন ১০ হাজার বাড়ি
পরবর্তী নিবন্ধইরাকি বংশোদ্ভূত নাদিম জাহাবি ব্রিটেনের নয়া অর্থমন্ত্রী