শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার ঘটনায় অপমৃত্যুর মামলা

নিউ মনছুরাবাদ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২০ at ৫:২৬ পূর্বাহ্ণ

নগরীর আকবর শাহ থানার নিউ মনছুরাবাদ কসাইপাড়া থেকে আট বছরের শিশু শাহাদাতের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় আকবরশাহ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে এটি অপমৃত্যু। তবে ময়নাতদন্ত রিপোর্ট এলে পুরো বিষয়টি জানা যাবে জানিয়ে আকবরশাহ থানার ওসি জহির হোসেন আজাদীকে বলেন, শাহাদাতের মা নির্দিষ্ট কাউকে অভিযুক্ত করেন নি। তাছাড়া এটা যে হত্যাকাণ্ড, এমনটাও তিনি সন্দেহ করছেন না। তাই ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে।
প্রসঙ্গত: গত বুধবার রাতে নগরীর আকবর শাহ থানার নিউ মনছুরাবাদ কসাইপাড়া থেকে শাহাদাতের লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মৃত শাহাদাত হোসেনের মায়ের নাম পারভীন আক্তার। তিনি পোশাক কারখানায় চাকরি করেন। শাহাদাতের বাবার সঙ্গে ছাড়াছাড়ির পর পারভিন বিয়ে করেন মো. ইউসুফ নামে এক কাভার্ডভ্যান চালককে। তিন কক্ষের বাসার একটিতে শাহাদাত ও তার মা থাকে। ইউসুফ থাকেন ঢাকায়। আরেক কক্ষের একটিতে এক মহিলা এবং আরেক কক্ষে এক দম্পতি থাকতেন। সন্ধ্যায় শাহাদাতের মা বাসায় এসে শাহাদাতকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর পুলিশে খবর দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা সিএসইর
পরবর্তী নিবন্ধচসিক প্রশাসকের সাথে সাবেক মেয়র মনজুর সাক্ষাৎ