শিশুর চিন্তাশক্তি বিকাশে…

মিতা পোদ্দার | বুধবার , ২৩ নভেম্বর, ২০২২ at ৬:৪৪ পূর্বাহ্ণ

শিশুর শিখন কার্যক্রম কতগুলো পাঠ্যপুস্তক এর মধ্যে সীমাবদ্ধ থাকা জরুরি বিষয় নয়। শুধু বই খাতা কলম দিয়ে শিক্ষাকে চারদেয়ালের মধ্যে বন্দী রাখলে একটি শিশু পূর্ণাঙ্গভাবে বিকশিত হতে পারে না। শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি দরকার সহশিক্ষাক্রমিক কার্যক্রম। সংস্কৃতি চর্চা শিশুর চিন্তাশক্তির বিকাশ ঘটায়।

প্রাথমিক শিক্ষায় আমাদের শিক্ষার মূল ভিত্তি। সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে যদি শিশুদের সঠিক পরিবেশ সৃষ্টি করতে পারি তাহলে তাদের চিন্তা-চেতনার মধ্য দিয়ে পরিবর্তন আনতে পারব বলে আশা করি।

আমাদের শিশুরা বিদ্যালয়ে সংস্কৃতিচর্চা ঠিকমতো করতে পারছে কিনা সে বিষয়গুলোর দিকে বিশেষ নজর রাখতে হবে। সংস্কৃতি চর্চায় প্রতিটি শিশুকে আগ্রহী করে তুলতে হবে। শিক্ষক হচ্ছে মানুষ গড়ার শিল্পী। চাইলেই শিক্ষকগণ প্রতিটি শিশুর মাঝে এই শিল্প তৈরি করতে পারে, যা শিশুর মেধা বিকাশে অন্যতম হাতিয়ার। পরিশেষে বলা যায় সংস্কৃতি হচ্ছে একটি শিশুর আলোকিত মানুষ হয়ে গড়ে ওঠার অন্যতম পন্থা।

পূর্ববর্তী নিবন্ধশিশুদের কাঁধের বোঝা কমানো হউক
পরবর্তী নিবন্ধআকাশ ফুরিয়ে যায়