শিশুদের স্বপ্নের জগৎকে রাঙিয়ে দিতে হবে

বিজয় ৭১ সঙ্গীত একাডেমির অনুষ্ঠানে আজাদী সম্পাদক

আজাদী প্রতিবেদন | রবিবার , ৭ ডিসেম্বর, ২০২৫ at ৫:০০ পূর্বাহ্ণ

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেছেন, শিশুদের স্বপ্নের জগতে রঙিন দিনের হাতছানি দেয়। তাদের এই জগৎকে রাঙিয়ে দিতে হবে। তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার পথ তৈরি করে দিতে হবে। একজন সুনাগরিকই পারে সমাজকে সবার বাসযোগ্য করতে। বিজয় ৭১ সঙ্গীত একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী ও শিশু উৎসব উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শনিবার বিকালে নগরীর টিআইসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে আজাদী সম্পাদক এসব কথা বলেন। তিনি বলেন, বড় কিছু হওয়ার চেয়ে সুনাগরিক হওয়াটা জরুরি। আর এই জরুরি কাজের বীজটি শিশুকালেই তাদের ভিতরে ঢুকিয়ে দিতে হবে।

এম এ মালেক বলেন, শিশুদের রংতুলিতে নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি ফুটে ওঠে। এই ছবি যাতে কোনোদিন মুছে না যায় আমাদেরকে সেই চেষ্টা করতে হবে। তিনি বলেন, পৃথিবীতে অসম্ভব বলে কোনো শব্দ নেই। সব অসম্ভবকে সময়ের ব্যবধানে জয় করেছে আমাদের শিশুকিশোররা। তাদেরকে স্বপ্ন দেখাতে হবে, তাদেরকে স্বপ্ন দেখতে হবে।

ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামকে উদ্ধৃত করে আজাদী সম্পাদক বলেন, সেই স্বপ্ন যেন তাদের ঘুমাতে না দেয়। সেই স্বপ্ন যেন তাদেরকে গন্তব্যে পৌঁছাতে সহায়তা করে। তিনি বলেন, চেষ্টা, একাগ্রতা, নিষ্ঠা, সাধনা, সততা থাকলে অনেক কিছুই সহজেই জয় করা যায়। বদলে দেয়া যায় পৃথিবী। সুন্দর মন মানসিকতা ও সৃজনশীলতা হতে পারে শিশুদের মেধাকে জাগ্রত করার শ্রেষ্ঠ উপায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সেলিম নুর। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নীল রতন দাশগুপ্ত, দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর ও ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান।

আবৃত্তিশিল্পী শিমলা চৌধুরী ও সোমা মুৎসুদ্দীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সুকুমার দে, সংগঠক জাফর ইকবাল, ডা. আর কে রুবেল, জসিম উদ্দিন চৌধুরী, সাংবাদিক আবছার উদ্দিন অলি, ডা. অপূর্ব ধর, প্রকৌশলী সোমনাথ দাশগুপ্ত রাজু, মোহাম্মদ আসুর রহমান ফাহাদ, রাজীব নাথ, শিল্পী সুকুমার দে, যন্ত্রশিল্পী নিখিলেশ বড়ুয়া, শিক্ষিকা মানু মজুমদার, সংগঠক মোহাম্মদ আবদুল নুর, আসিফ ইকবাল ও সমিরন পাল। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় বিএনপির মনোনয়ন বঞ্চিত পক্ষের ফের সড়ক অবরোধ
পরবর্তী নিবন্ধ৭৮৬