বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কল্যাণ সাধনে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা, বিদ্যোৎসাহীদেরও এগিয়ে আসা প্রয়োজন। সমাজের মূল স্রোতে অটিজম শিশুদের সম্পৃক্ত করে সাম্যতা আনতে হবে। ওব্যাট হেল্পার্সের অর্থায়নে ও ওব্যাট থিংক ট্যাংক-কর্ণফুলী চট্টগ্রামের উদ্যোগে অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে ক্রীড়া সামগ্রী, শিশু খাদ্য ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান উপরোক্ত বক্তব্য দেন। ওব্যাট হেল্পার্স’র কান্ট্রি ম্যানেজার সোহেল আক্তার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ শামসুদ্দিন শিশির, সমাজকর্মী নেছার আহমেদ খান, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, ছাত্রনেতা বোরহান উদ্দীন গিফারী, মোস্তাক, শামীম নিগাত, মঞ্জুর আলী, ইসরাত পারভীন, আলমগীর হোসেন প্রমুখ। গতকাল বৃহস্পতিবার ওব্যাট স্কুল প্রাঙ্গণে অটিজম শিশুদের সাথে অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক শিশুদের পুরস্কৃত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।