শিশুদের মাঝে সম্প্রীতিবোধ জাগাতেসুকুমার বৃত্তির চর্চা জরুরি

কক্সবাজারে আরএফপির আর্ট ফর পিস

| বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ at ৭:৫৭ পূর্বাহ্ণ

কক্সবাজারে রিলিজিয়নস ফর পিস (আরএফপি) বাংলাদেশ চ্যাপ্টার আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘আর্ট ফর পিস’ অনুষ্ঠানে আরএফপি ইন্টারন্যাশনালের ডেপুটি সেক্রেটারি জেনারেল দীপিকা সিং বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশ আজ যুদ্ধবিগ্রহে লিপ্ত, যার কারণে মানুষে মানুষে শান্তি ও সম্প্রীতির সংকট দেখা দিয়েছে। শিশুরাও এর থেকে দূরে নয়। তাই তাদের মধ্যে পারস্পরিক মমত্ববোধ ও দৃঢ়তা সৃষ্টির অনুপ্রেরণা হিসেবে কাজ করবে, যদি আমরা শিশুদের জন্য সুকুমার বৃত্তি চর্চার পরিবেশ তৈরি করে দিতে পারি। আরএফপি বাংলাদেশ চ্যাপ্টার সেই উদ্যোগ গ্রহণ করেছে।

গতকাল বুধবার সকালে কক্সবাজার হলি চাইল্ড স্কুলে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। আরএফপি কক্সবাজার শাখার সভাপতি ও কক্সবাজার সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ক্য থিং অংএর সভাপতিত্বে এবং বাংলাদেশ চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারি চবি শিক্ষক ড. মাছুম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রাঙ্কন প্রতিযোগিতার প্রধান সমন্বয়ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক জসিম উদ্দিন, আরএফপি বাংলাদেশের অর্থসম্পাদক কবি বিশ্বজিৎ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহের, আরএফপি কক্সবাজার জেলা কমিটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক উজ্জ্বল দেব, শান্তিকর্মী জয়মালা বড়ুয়া, থেং ঞো, মং ওয়ান নাইন প্রমুখ। এক ঘণ্টার এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বাছাই করে ১০ জনকে পুরস্কৃত করা হয়। সকল প্রতিযোগীকে সনদপত্র ও শিক্ষাসামগ্রী প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধানের শীষ সমর্থক গোষ্ঠী আকবরশাহ থানা শাখার পরিচিতি সভা
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ে সেমিনার