শিশুদের মনোজগতে সৃষ্টিশীলতাকে পৌঁছে দিতে হবে

শিশু বিশ্বের সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা

| রবিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৫ at ১:২৮ অপরাহ্ণ

শিশু বিশ্ব আয়োজিত শিশু বিশ্ব সম্মাননা প্রদান অনুষ্ঠান গতকাল ২০ সেপ্টেম্বর বিকেল ৫ টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শিশু বিশ্বের সভাপতি শিশুবিশেষজ্ঞ ডাঃ প্রণব কুমার চৌধুরী এতে সভাপতিত্ব করেন। সংবর্ধিত গুণীজন হিসেবে সন্তোষরেণুবালা স্বাস্থ্যসেবা সম্মাননা গ্রহণ করেন স্বাস্থ্যসেবায় নুরুন্নাহার ফাতেমা বেগম, যোগেন্দ্রলালরসবালা শিক্ষা সম্মাননা গ্রহণ করেন শিক্ষায় কবি, সাংবাদিক অধ্যাপক আবুল মোমেন, ভারতচন্দ্রননীবালা স্মৃতি সাংস্কৃতিক সম্মাননা লাভ করেন বাংলা একাডেমী পুরষ্কারপ্রাপ্ত ব্যক্তি প্রবীণ যাত্রাশিল্পী নাট্যজন মিলন কান্তি দে। স্বাগত বক্তব্য রাখেন শিশু বিশ্বের নির্বাহী পরিচালক, শিশু সাহিত্যিক, কবি ও সাংবাদিক রাশেদ রউফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাচিকশিল্পী আয়েশা হক শিমু। সভার শুরুতে দলীয় বৃন্দ পরিবেশনা করেন উঠোন সাংস্কৃতিক কেন্দ্রের শিশু বিভাগের শিল্পীরা। শুভেচ্ছা বক্তব্য রাখেন কথাসাহিত্যিক সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, কবি ও সাংবাদিক ওমর কায়সার, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হোসনে আরা, অধ্যাপক কাঞ্চণা চক্রবর্তী, শিক্ষা সংগঠক মাজহারুল হক প্রমুখ।

কবি সাংবাদিক আবুল মোমেন বলেন, আজকাল চিকিৎসকদের সামাজিক সাংস্কৃতিক কাজে দেখিনা বা কমই দেখি। সে জায়গায় ডাঃ প্রণব কুমার চৌধুরীর শিশুদের নিয়ে এরকম চর্চা সত্যি প্রশংসার। তিনি বলেন, আজকাল ৭০% শিক্ষার্থী মাঠে ফুটবল, ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। যার কারণে শিক্ষার্থীদের পাঠ্যবইয়েরও অনেক পড়া থেকে বঞ্চিত হচ্ছে। বিগ্রেডিয়ার জেনারেল অধ্যাপক নুরুন্নাহার ফাতেমা বেগম বলেন, শিশুই হল আমার চর্চার বিষয়। ঢাকার পরে চট্টগ্রামই সংস্কৃতির প্রাণকেন্দ্র। আমরা শিশুকাল থেকেই শেফালী ঘোষসহ নানা গুণীর শিল্পীর নাম শুনে বড় হয়েছি। শিশু বিশ্ব যে ৩ টি বিষয় বেঁছে নিয়েছে স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি। এ ৩টি বিষয়ই শিশুদের জন্য খুবই উপযোগী। নাট্যজন মিলন কান্তি দে বলেন, আমার সাথে দুই গুণী ব্যক্তি যথা কবি সাংবাদিক আবুল মোমেন ও অধ্যাপক ডাঃ নুরুন্নাহার ফাতেমা বেগমের সাথে আমাকে সংবর্ধিত করায় নিজেকে গৌরবান্বিত মনে করছি। কবি ও সাংবাদিক রাশেদ রউফ বলেন, শিশুদের সঠিক, সুস্থ ও পরিশুদ্ধ মানসিক বিকাশের জন্য শিশু বিশ্ব কাজ করে চলেছে। শিশুদেরকে মনোজগতকে আরো বেশি পরিশীলিত করার জন্য সংস্কৃতি চর্চার বিকল্প নেই। সভার সভাপতি ডাঃ প্রণব কুমার চৌধুরী বলেন, শিশু বিশ্ব শিশুদের মানসিক উন্নতি এবং মনোজাগতিক বিকাশে কাজ করে যাচ্ছে। সভা শেষে সংবর্ধিত অতিথিদের মাঝে ক্রেস্ট,সনদ,উত্তরীয়,ফুলেল শুভেচ্ছা ও নগদ অর্থ প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমার্কস অলরাউন্ডার প্রতিযোগিতা শুরু
পরবর্তী নিবন্ধমানুষের পাশে দাঁড়ানোও চিকিৎসকদের জন্য সমান গুরুত্বপূর্ণ : মেয়র