শিশুদের বিকাশের জন্য প্রয়োজন খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা

দীপশিখা খেলাঘর আসরের সম্মেলন

| সোমবার , ২৬ জুন, ২০২৩ at ৫:৪৫ পূর্বাহ্ণ

দীপশিখা খেলাঘর আসরের সম্মেলন ২০২৩ গত শনিবার নগরের এনায়েত বাজারের চট্টগ্রাম মহিলা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধক খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলাম বলেন, শিশুরাই এই পৃথিবীর সত্যিকারের রাজা। তাদের বিকাশের জন্য প্রয়োজন খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা। শিশুরা শুধু পরিবার বা দেশের সম্পদ নয়, সারা পৃথিবীর সম্পদ। সকলের ভালোবাসায় শিশুরা বড় হবে।

এতে প্রধান অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক শিল্পী জয়ন্তী লালা। আলোচনা পর্বে বিশেষ অতিথি ছিলেন এনায়েত বাজার মহিলা কলেজের অধ্যক্ষ সোহানা শারমিন তালুকদার। সম্মানিত অতিথি ছিলেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সহসভাপতি সাংবাদিক এম নাসিরুল হক, সহসভাপতি শিল্পী অজিত আইচ, সহসভাপতি কবি আশীষ সেন, সহসভাপতি ও শিক্ষক নেতা অঞ্চল চৌধুরী, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চট্টগ্রাম সাহিত্য বাসর চক্রের সভাপতি বিজয় শঙ্কর চৌধুরী, রাজনীতিবিদ জামশেদুল আলম চৌধুরী ও শিক্ষক মাগ্রারেট মনিকা জিনস।

বক্তব্য দেন খেলাঘর মহানগরী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী, জলছবি খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মনোয়ার জাহান মনি, জলছবি খেলাঘর আসরের সভাপতি অ্যাডভোকেট শফিউল আলম, অঙ্কুর খেলাঘর আসরের সহসভাপতি সঞ্জয় রায়, মেঘমল্লার খেলাঘর আসরের শিক্ষা ও বিজ্ঞান সম্পাদক সুমন রায় প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন দীপশিখা খেলাঘর আসরের আহ্বায়ক রুবেল দাশ প্রিন্স ও সম্মেলন উদযাপন পরিষদের সভাপতি ইন্দিরা চৌধুরী।

সঙ্গীত পরিচালনা করেন টিনা বিশ্বাস। নৃত্য পরিচালনা করেন হিল্লোল দাশ সুমন। উপস্থাপনা করেন খেলাঘরের বোন অঙ্কিতা আচার্য। সবশেষে জয়ন্তী লালাকে সভাপতি, রুবেল দাশ প্রিন্সকে সাধারণ সম্পাদক এবং অনামিকা চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেলারুশে চলে যাবেন প্রিগোজিন তুলে নেওয়া হবে মামলা
পরবর্তী নিবন্ধকোরবানী ঈদে মাংস খাওয়ার নিয়ম