শিশুদের ‘অস্কার’খ্যাত কিডস্ক্রিন পুরস্কার জিতল সিসিমপুর

| শুক্রবার , ২২ জুলাই, ২০২২ at ৬:৫২ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক পর্যায়ের বড় ধরনের স্বীকৃতি পেল বাংলাদেশের শিশুদের জন্য নির্মিত জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুর। শিশুদের ‘অস্কার’খ্যাত বিশ্বজুড়ে সমাদৃত কিডস্ক্রিন অ্যাওয়ার্ড জিতেছে অনুষ্ঠানটি। সিসিমপুর তার ১৩তম সিজনের জন্য ‘বেস্ট মিক্সড মিডিয়া সিরিজ’ ক্যাটাগরিতে বিশ্বের সেরা সব শিশুতোষ টিভি সিরিজকে পেছনে ফেলে সেরার এই পুরস্কার লাভ করেছে।

গত বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে এক জমকালো আয়োজনের মাধ্যমে ১৪তম কিডস্ক্রিন অ্যাওয়ার্ডের পুরস্কার দেওয়া হয়। নেটফ্লিক্স, কার্টুন নেটওয়ার্ক, বিবিসি, ওয়ার্নার ব্রাদার্স অ্যানিমেশন, ফক্স মিডিয়া, নিকোলওডিয়েন, বাইজুস, পিবিএস কিডস, ড্রিম ওয়ার্কস অ্যানিমেশনের মতো বিশ্বখ্যাত সব শিশুতোষ অনুষ্ঠান নির্মাণকারী প্রতিষ্ঠান এবারের প্রতিযোগিতায় অংশ নেয়। খবর বাংলানিউজের।

কিডস্ক্রিন অ্যাওয়ার্ড বিশ্বজুড়ে শিশু ও পরিবারদের নিয়ে নির্মিত সেরা সিরিজ, অ্যানিমেটেড ফিল্ম, লাইভ অ্যাকশন প্রোগ্রামসহ নানা ক্যাটাগরিতে সেরা সব অনুষ্ঠানকে পুরস্কৃত করে থাকে। সম্মানজনক এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, নিঃসন্দেহে এটি আনন্দের সংবাদ।

কিডস্ক্রিন অ্যাওয়ার্ড বিশ্বব্যাপী শিশুদের অনুষ্ঠানের জন্য অত্যন্ত সম্মানজনক একটি পুরস্কার। বিশ্বের সেরা সেরা সব শিশুতোষ অনুষ্ঠানের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সিসিমপুর সবার সেরা হয়েছে। এটি অত্যন্ত গর্বের বিষয় যা আমাদের ভবিষ্যতের কাজকে দারুণভাবে অনুপ্রাণিত করবে।

পূর্ববর্তী নিবন্ধকনসার্টে ফিরছেন জাস্টিন বিবার
পরবর্তী নিবন্ধএবার দেশে ফিরলেন আফিফ-নাসুম-রিয়াদ