লায়ন্স ক্লাব অব পারিজাত এলিট এবং চিলড্রেন লিউকেমিয়া এসিসটেন্স এন্ড সাপোর্ট সার্ভিসেসের (ক্লাস) উদ্যোগে গত সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশুতোষ ক্যানসার ওয়ার্ডে কিছু সরঞ্জাম ও রোগীদের মধ্যে পথ্য বিতরণ করা হয়। ক্লাশ ও লায়ন্স ক্লাবের নিয়মিত সার্ভিস প্রকল্পের আওতায় এই কার্যক্রম পরিচালনা করা হয়। এতে অন্যান্যের মধ্যে ক্লাশ চেয়ারম্যান ওসমান গনি মনসুর, সেক্রেটারি জেনারেল এ এম মহিউদ্দিন, পরিচালক শফিকুল আলম খান এবং লায়ন্স ক্লাব অব পারিজাত এলিটের পক্ষে জোন চেয়ারপারসন, হোমায়রা কবির চৌধুরী, রিজিয়ন চেয়াপারসন, জাহানারা বেগম, ক্লাব প্রেসিডেন্ট জামালউদ্দিন, কেবিনেট সেক্রেটারী আশরাফুল আলম আরজু, ক্লাব সেক্রেটারী মীর্জা ইলিয়াস, হাসান মুরাদ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।