শিশুকে শ্লীলতাহানির চেষ্টা, মোবাইল দোকানদার গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ at ৭:৩৮ পূর্বাহ্ণ

নগরীর বন্দরের কলসি দীঘির পাড় এলাকায় ৯ বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মোহাম্মদ রিপন। তিনি স্থানীয় একটি মোবাইলের দোকানদার। গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বন্দর থানার ওসি কাজী মোহাম্মদ সুলতানা এহসান উদ্দিন আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার বিষয়ে তথ্য পেয়ে আমরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে অভিযুক্ত দোকানিকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসব মাদ্রাসায় বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ
পরবর্তী নিবন্ধবান্দরবানে ছাড়া পেল অপহৃত ৯ তামাক শ্রমিক