চকরিয়ায় এক শিশুকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এক নারী। আহত হয়েছেন মোট ১০ জন। গতকাল দুপুর ২টার পর চকরিয়ার ডুলাহাজারা-খুটাখালী সীমান্তবর্তী পাগলীর বিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম আফরোজা হাসনাইন (৪৫)। তিনি আনোয়ারার বারখাইন ইউপি চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী শাকিলের স্ত্রী। এ সময় তাদের সন্তান আজমাইল জলিল (১৮) ও নিকটাত্মীয় মাশরুবা জান্নাতও (১৩) আহত হয়। আহতদের মধ্যে অপর একজনের নাম আবুল হোসেন (৫০) বলে জানা গেছে। তিনি লোহাগাড়া উপজেলার মৃত আবদুল হাফেজের পুত্র। অন্যদের পরিচয় নিশ্চিত করতে পারেনি হাইওয়ে পুলিশ। তবে তাদের উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতাল এবং চকরিয়া পৌর শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় একাধিক পথচারী ও হাইওয়ে পুলিশ জানায়, দুপুরে একটি শিশু হঠাৎ করে রাস্তা পার হচ্ছিল। এর মধ্যে কক্সবাজারমুখী সৌদিয়া পরিবহনের একটি দ্রুতগামী বাস এসে পড়ে। শিশুটিকে বাঁচাতে হার্ড ব্রেক করেন চালক। এতে শিশুটি রক্ষা পেলেও বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোরশেদুল আলম চৌধুরী বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনায় পতিত বাসটি জব্দ করা হয়েছে।










