সামিয়া জান্নাত তাইবা, বয়স সবে ২ বছর ১০ মাস। এই বয়সে কিডনির জটিল রোগে আক্রান্ত সে। গত ১ বছর ধরে চিকিৎসা ও ওষুধ বাবদ প্রতিনিয়ত বড় অংকের টাকা খরচ করতে হচ্ছে তার পরিবারকে। শিশুটির চিকিৎসায় অন্তত কয়েক লাখ টাকা প্রয়োজন বলে চিকিৎসকরা জানিয়েছেন। সামিয়ার সবজি বিক্রেতা বাবা ও পোশাক কারখনায় কর্মরত মায়ের পক্ষে এই ব্যয়ভার বহন করা সম্ভব নয়।
সামিয়ার মা নাসরিন জানান, নগরীর ঈদগাহ বড় পুকুর পাড় এলাকায় তারা ভাড়া বাসায় থাকেন। সবজি ব্যবসায় লস দিয়ে তার স্বামী অনেক দিন ধরে বেকার। কেবল নিজের পোশাক কারখানার চাকরি দিয়ে চার ছেলে-মেয়েসহ নিদারুণ কষ্টে তাদের দিন যাপন করতে হচ্ছে। এর মাঝে ছোট্ট সামিয়ার চিকিৎসা খরচ বহন করা অনেকটা দুঃসাধ্য। তাই সন্তানকে বাঁচাতে হৃদয়বান ব্যক্তির পাশাপাশি সমাজের বিত্তশালীদের কাছে আকুল আবেদন জানিয়েছেন তিনি।
যোগাযোগ : সামিয়ার মা-বাবা (০১৮২৬-১৬১২৬২)। এই নম্বরে বিকাশে অর্থ সহায়তা পাঠানো যাবে।