চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেল আজ বেঁচে থাকলে তিনি তার মেধা দিয়ে জাতিকে নেতৃত্ব দিতেন। কিন্তু পঁচাত্তরের ১৫ আগস্ট ঘাতকরা জাতির সেই স্বপ্ন চুরমার করে ভেঙে দিয়েছে। এই অপরাধের দ্বিতীয় নজির পৃথিবীতে নেই। তিনি গতকাল রোববার শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে তার বাসভবনে মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, এদেশে নারী ও শিশু নির্যাতনের উৎপত্তি ঘটিয়েছিল স্বৈরশাসক জিয়াউর রহমান। কারণ তিনি পঁচাত্তরের ১৫ আগস্ট ট্র্যাজেডির মাস্টারমাইন্ড ছিলেন। ঐদিন শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করা হয়নি, নারী ও নিষ্পাপ শিশু রাসেলকেও নির্মমভাবে হত্যা করা হয়েছিল। মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহ সভাপতি অ্যাড. সুনীল কুমার সরকার, উপদেষ্টা সফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, দিদারুল আলম চৌধুরী, আবু তাহের প্রমুখ।
চসিক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে ভালবাসার নাম। অবহেলিত, পশ্চাৎপদ, অধিকার বঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে বাংলাদেশের বিস্তীর্ণ লোকালয়ে এক মানবিক সত্তায় পরিণত হয়েছেন তিনি। গতকাল বিকেলে টাইগারপাসস্থ চসিক সম্মেলন কক্ষে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রশাসক এসব কথা বলেন। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ কাজী মোজাম্মেল হক, সচিব মোহাম্মদ আবু সাহেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদ, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, রাজস্ব কর্মকর্তা শাহিদা ফাতেমা, প্রশাসকের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সভাপতিত্বে গতকাল সকাল ১০টায় সংগঠনের আন্দরকিল্লাস্থ কার্যালয়ে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মির্জা কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. জহির উদ্দিন, প্রদীপ দাশ, খোরশেদ আলম, অ্যাড. মুজিবুল হক, ডা. তিমির বরণ চৌধুরী, গোলাম ফারুক ডলার প্রমুখ।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা : শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠান গতকাল রোববার সকালে দক্ষিণজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি খুরশিদ উল আলম খোকনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, অ্যাড. জহির উদ্দিন, বন ও পরিবেশ সম্পাদক অ্যাড. মুজিবুল হল, দপ্তর সম্পাদক আবু জাফর, শ্রম সম্পাদক খোরশেদ আলম, যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার।
স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ : শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উপলক্ষে স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ চট্টগ্রামের উদ্যোগে গতকাল সন্ধ্যা ৭টায় সুপ্রভাত স্টুডিও হল মিলনায়তনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠনের আহ্বায়ক প্রকৌশীল অধ্যাপক মৃণাল কান্তি বড়ুয়া’র সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লিপটনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পূরবী বড়ুয়া, রিজোয়ান রাজন, রোকন উদ্দিন মাহমুদ, সরওয়ার আমিন বাবু, প্রণব রঞ্জন চক্রবর্ত্তী, স্বপন সেন, সজল দাশ, রেখা রাণী বড়ুয়া, লুপর্ণা আইচ প্রমুখ।
আন্দরকিল্লা হকার্স সমিতি : টেরিবাজার আন্দরকিল্লা হকার্স সমিতির উদ্যোগে গতকাল সকালে শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সমিতির সহ সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মহানগর শ্রমিকলীগের সহ সভাপতি কামাল উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কামাল উদ্দীন, মো. লোকমান হাকিম, সৈয়দ বাদশা, খোকন, মো. জিয়া, মো. নুরুন্নবী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।