বার বছর বয়সী এক শিশুকে বলাৎকারের দায়ে এক মাদ্রাসা শিক্ষককে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–৫ এর বিচারক সাইদুর রহমান গাজী এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন হাফেজ মো. ইসমাইল। তিনি নগীর চন্দনপুরা দারুল উলুম কামিল মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক এবং লোহাগাড়া থানার চরম্বার ইউনিয়নের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। ট্রাইব্যুনাল পিপি আকবর আলী দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন। আদালতসূত্র জানায়, ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর ১২ বছরের শিশু বলৎকারের ঘটনাটি ঘটে। মাদ্রাসার ষষ্ঠ তলার গোসলখানায় নিয়ে তাকে বলাৎকার করে মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. ইসমাইল। ঘটনা জানাজানি হলে শিশুর মা নগরীর চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন। এরপর তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা আদালতে আসামির বিরুদ্ধে চার্জশিট দিলে বিচারক তার বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।