হাটহাজারীতে ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে দায়েরকৃত শিশু নির্যাতন মামলায় মো. মাসুম (২৩) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। গত শুক্রবার বিকেল ৩টার দিকে বুড়িশ্চর ইউনিয়নের মধ্যম বুড়িশ্চর এলাকার একটি মাদ্রাসা থেকে গ্রেপ্তার হন ওই শিক্ষক। তিনি পঞ্চগড় জেলার বোদা থানাধীন বাকপুর গ্রামস্থ তাসের পাড়ার মো. রফিকুল ইসলামের পুত্র।
মামলা সূত্রে জানা যায়, মাদ্রাসার আবাসিক এক শিশু শিক্ষার্থীকে (১৩) দীর্ঘদিন ধরে যৌন হয়রানি করে আসছিলেন ওই শিক্ষক। এরই ধারাবাহিকতায় গত বছরের ৫ নভেম্বর শিশুটিকে জোরপূর্বক যৌন নিপীড়ন করে মাসুম। পরে ঘটনা জানাজানি হলে ভিকটিমের পিতা হাটহাজারী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই শিক্ষকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
জানতে চাইলে হাটহাজারী মডেল থানার ওসি মো.রুহুল আমিন সবুজ গণমাধ্যমকে জানান, গ্রেপ্তার শিক্ষককে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।












