নগরীর বাকলিয়া থানার শিশু ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম মো. আজিজ। তিনি বাকলিয়ার দোস্ত মোহাম্মদ পশ্চিম পাড়ার মৃত মতিউর রহমানের ছেলে।
গতকাল জেলার পটিয়া উপজেলার ভাটিখাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব–৭ সূত্র জানায়, শিশু ধর্ষণের অভিযোগে গত ২ মার্চ বাকলিয়া থানায় মো. আজিজের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। র্যাব–৭ জানতে পারে, মো. আজিজ পটিয়ার ভাটিখাইন এলাকায় অবস্থান করছে। এরই ধারাবাহিকতায় সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মামলা দায়েরের পর থেকে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিলেন তিনি। গ্রেপ্তার এড়াতে সর্বশেষ তিনি পটিয়া থানা এলাকায় অবস্থান করেন।
র্যাব সূত্র জানায়, গ্রেপ্তার পরবর্তী মো. আজিজকে বাকলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। থানা পুলিশ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।