চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. সুলতান আহমেদ বলেছেন, শিক্ষিত জনশক্তি ও দেশের জন্য যোগ্য নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে শিশু–কিশোরদের আধুনিক প্রযুক্তিভিত্তিক শিক্ষাদান করা আবশ্যক। তিনি গত ১৫ ডিসেম্বর শিশু বাগ স্কুলের বার্ষিক ফলাফল, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। নগরীর একটি কনভেনশন হলে স্কুল প্রধান শিক্ষক মুসাররাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগাম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাসান, কর্পোরেট ব্যক্তিত্ব লেখক মুহাম্মদ মহসীন চৌধুরী। ধন্যবাদ বক্তব্য প্রদান করেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক নুসরাত জাহান।
অনুষ্ঠান পরিচালনা করেন শিশু বাগ স্কুলের সহকারী শিক্ষক তাহসিন আহম্মদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রুমান সাবরিন ও অনন্যা বিশ্বাস। এতে অন্যান্যের মধ্যে ছিলেন স্কুলের শিক্ষক জান্নাত সুলতানা, উদীচী রায় চৌধুরী, পায়েল দাশ, তানজিনা আরেফিন, সুরাইয়া জান্নাত, জেসমিন খানম, সুমাইয়া জাহান, মোঃ কামরুল হাসান ও শামীম আক্তার। আলোচনা সভা শেষে স্কুলের প্রতিষ্ঠাতা ভাষা সৈনিক প্রিন্সিপাল সামশুদ্দিন মুহাম্মদ ইসহাকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। স্কুলের শ্রেণীভিত্তিক ফলাফলে কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











