আনোয়ারায় ঋণের দায় থেকে মুক্তি পেতে মো. রফিক (২৬) নামের এক সন্তানের জনক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গত মঙ্গলবার মধ্যরাতে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের হাজিরপাড়ায় এ ঘটনা ঘটে। রফিক স্থানীয় খায়ের আহমদের পুত্র। পরিবারে তার স্ত্রী, এক শিশুকন্যা ছাড়াও মা–বাবা ও তিন ভাই রয়েছে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও এনজিও সংস্থা থেকে নেওয়া ঋণের চাপ সইতে না পেরে রফিক আত্মহত্যা করেছে। আত্মহত্যা করার আগে সে স্ত্রী ও কন্যা সন্তানকে উপজেলা বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর গ্রামের শ্বশুরবাড়িতে রেখে আসে। এরপর মধ্যরাতে বাড়ি এসে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ঘটনার বিষয় আঁচ করতে পেরে পরিবারের সদস্য ও স্থানীয়রা রুমের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসব মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী জানায়, রফিক এলাকার শান্তিপ্রিয় ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু গত কয়েক বছরে এলাকার বিভিন্ন ব্যক্তি ও এনজিও থেকে ঋণ নিয়ে শোধ করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েন। এ ঋণের চাপ সইতে না পেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, আমরা স্থানীয়ভাবে জানতে পারি ঋণগ্রস্ত হয়ে মানসিক চাপ সইতে না পেরে মো. রফিক আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।