হাটহাজারীতে ১০ বছর বয়সী কন্যা শিশুকে নিপীড়ন চেষ্টার অভিযোগে আটক পিতাকে কারাগারে পাঠানো হয়েছে। গত শুক্রবার রাতে হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ভিকটিমের মা বাদী হয়ে অভিযুক্তকে বিবাদী করে থানায় একটি মামলা দায়ের করেছেন। এর আগে গত বুধবার রাতে উপজেলার বড় দীঘিরপাড় এলাকার একটি কলোনিতে এ ন্যক্কারজনক ঘটনাটি ঘটে। সূত্র জানায়, একই ঘটনায় গত তিন বছর আগেও ওই ব্যক্তির নিজ এলাকা মানিকছড়িতে তার বিরুদ্ধে গ্রাম্য সালিশ বসে। হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার মো. নাজমুল হাসান গণমাধ্যমকে বলেন, অভিযুক্তকে কারাগারে পাঠিয়েছে আদালত।
এদিকে গত শুক্রবার বাদে জুমা হাটহাজারী পৌরসদর বাস স্টেশন চত্বরে চট্টগ্রামের সকল স্বেচ্ছাসেবী মানবিক ও রক্তদাতা সংগঠনের আযোজনে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সকল ধর্ষণ মামলা অতি দ্রুত নিষ্পত্তিসহ অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি উল্লেখ করে প্ল্যাকার্ড প্রদর্শন করেন।