নগরীর ইপিজেড থেকে এক শিশুকে অপহরণের অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি। গতকাল ফেনী জেলার দাগনভূইয়া থানার গহিন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপ–কমিশনার (গণমাধ্যম) স্পিনা রানী প্রমাণিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। গত ২৫ জানুয়ারি ইপিজেড থানার কলসি দীঘি এলাকার সাইক্লোন শেল্টারের সামনে থেকে আড়াই বছরের শিশু হৃদয়কে অপহরণ করা হয়। এ ঘটনায় হৃদয়ের বাবা রবিউল ইপিজেড থানায় একটি মামলা দায়ের করেন।