শীতকালে শীতের পিঠা
খেতে পড়ে ধুম
লেপ কাঁথা কম্বলে
ভারি মজা ঘুম।
শিশিরের টুপটাপ
জলে ভেজা ঘাস
চাষিভাই করে চাষ
দেখি বার মাস।
শ্যামা টিয়ে বুলবুলি
গায় কত গান
বাটাভরা পান আছে
দাদা – দাদি খান।
কৃষকের ঘরে ওঠে
পৌষের ধান
ধান গান মেলা খেলা
নাচে মনপ্রাণ।