শিল্পে গ্যাস সরবরাহ বেড়েছে ২১% : পেট্রোবাংলা

| মঙ্গলবার , ২৭ মে, ২০২৫ at ১০:০০ পূর্বাহ্ণ

উদ্যোক্তারা গ্যাস সংকটের অভিযোগ তুললেও শিল্পে গ্যাস সরবরাহ বেড়েছে বলে দাবি করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনপেট্রোবাংলা। সংস্থাটির এ ভাষ্য গতকাল সোমবার সংবাদ বিজ্ঞপ্তি আকারে পাঠিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

এতে বলা হয়, শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহের বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে শিল্প সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতিনিধিদের বিভ্রান্তিকর বক্তব্য পেট্রোবাংলার নজরে এসেছে। এ পরিপ্রেক্ষিতে শিল্প প্রতিষ্ঠান গ্যাস সরবরাহের প্রকৃত পরিস্থিতি ব্যখ্যা করা হলো। খবর বিডিনিউজের।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ২০২৪ সালের জানুয়ারিএপ্রিল মেয়াদে দৈনিক গড়ে ৮২৩ মিলিয়ন ঘনফুট গ্যাস শিল্পে সরবরাহ করা হয়েছে। চলতি বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৯৯৭ মিলিয়ন ঘনফুট। তার মানে গত বছরের তুলনায় এ বছর ২১ শতাংশ বেশি গ্যাস সরবরাহ করা হয়েছে। এ সময়ের শিল্প প্রতিষ্ঠানের ক্যাপটিভ (বিদ্যুৎ উৎপাদনে) ও শিল্পে গ্যাস সরবরাহের চিত্রও তুলে ধরেছে পেট্রোবাংলা।

পূর্ববর্তী নিবন্ধযাত্রীবেশে টেক্সিতে ওঠে নারীর স্বর্ণ-টাকা ছিনতাই, পালাতে গিয়ে আটক দুই
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে মহাসড়কে পিকআপ থেকে কোরবানির ১২ গরু লুট