নগরীর থিয়েটার ইনস্টিটিউটে সংগীতশিল্পী লিটন দাশের একক সংগীতানুষ্ঠানের আয়োজন করে গতকাল শ্রুতিঅঙ্গন বাংলাদেশ স্টুডেন্ট ফোরাম। সঞ্চালনায় ছিলেন অম্লান নন্দী ও প্রণিতা দেব। মিশ্র কিরোয়ানী রাগে স্বরমালা পরিবেশন করেন শ্রুতিঅঙ্গনের ছাত্রছাত্রীবৃন্দ। অনুষ্ঠান উদ্বোধন করেন চবি ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নিলয় দত্ত। শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রুতিঅঙ্গনের সভাপতি শিল্পী সুজিত ভট্টাচার্য দোলন। প্রধান অতিথির বক্তব্যে লায়ন রাজীব সিংহ বলেন, লিটন দাশ একজন শুদ্ধসংগীতের সেবক ও প্রতিশ্রুতিশীল শিল্পী এবং সফল শিক্ষক তাঁর অসংখ্য ছাত্রছাত্রীরা বেতার, টেলিভিশনে তালিকা ভুক্তহয়ে সংগীত পরিবেশন করছেন। অনুষ্ঠানে সদ্যপ্রয়াত চট্টগ্রামের গুণীযন্ত্রসংগীত তবলা শিল্পী প্রণব ভট্টাচার্যের অকাল প্রয়াণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভাপতিত্বে ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম। ২য় পর্বে একক পরিবেশনায় মঞ্চে আসেন ফৌজদারহাট ক্যাডেট কলেজ ও শ্রুতিঅঙ্গনের শিক্ষক লিটন দাশ।